Petrol Price Hike: দিল্লির রাজপথে অভিনব প্রতিবাদ, Cycle Rally করলেন Rahul Gandhi
সঙ্গে রয়েছেন অন্যান্য কংগ্রেস নেতারাও।
নিজস্ব প্রতিবেদন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। দিল্লির রাজপথে সাইকেল মিছিলে রাহুল গান্ধী। সঙ্গে রয়েছেন অন্যান্য কংগ্রেস নেতারাও।
মঙ্গলবার বিজেপি বিরোধিতার রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেন বিরোধী দলের প্রতিনিধিরা। রাহুল গান্ধীর নেতৃত্বে তাঁরা প্রাতঃরাশে যোগ দেন। সংসদের ঘরে-বাইরে কীভাবে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করা যায়, সেই ছক কষেন তাঁরা। বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল, সমাজবাদী পার্টি, শিবসেনা-সহ ১৫টি বিরোধী দলেন নেতারা। তবে উল্লেখযোগ্য বৈঠকে গরহাজির ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং মায়াবতীর বিএসপির প্রতিনিধিরা। দুই রাজনৈতি দলের প্রতিনিধি এই বৈঠকে না থাকায় জল্পনা বাড়ে। তবে জল্পনায় উড়িয়েছেন অন্যান্যরা।
#WATCH | Delhi: Congress leader Rahul Gandhi and other Opposition leaders ride bicycles to the Parliament, after the conclusion of their breakfast meeting. pic.twitter.com/5VF6ZJkKCN
— ANI (@ANI) August 3, 2021
এদিন সংসদেরও বিক্ষোভের ঝড় তোলেন বিরোধীরা। বিভিন্ন ইস্য়ুতে প্রবল হট্টগোল করেন তাঁরা। যার ফলে শুরুর কয়েক মিনিটের মধ্যের মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।