`আপ`কে সমর্থনের প্রশ্নে দ্বিধাবিভক্ত কংগ্রেসের অন্দরমহল

আম আদমি পার্টিকে সমর্থনের প্রশ্নে কংগ্রেসের অন্দর দ্বিধাবিভক্ত। ফলে দিল্লিতে সরকার গঠন হলে তার স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। দলের অভ্যন্তরের দ্বন্দ্বের কথা স্বীকার করে নিচ্ছেন কংগ্রেস নেতারা। তবে আপকে সমর্থনের রাস্তা থেকে এখনই পিছিয়ে আসতে নারাজ কংগ্রেস। জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ।

Updated By: Dec 26, 2013, 03:34 PM IST

আম আদমি পার্টিকে সমর্থনের প্রশ্নে কংগ্রেসের অন্দর দ্বিধাবিভক্ত। ফলে দিল্লিতে সরকার গঠন হলে তার স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। দলের অভ্যন্তরের দ্বন্দ্বের কথা স্বীকার করে নিচ্ছেন কংগ্রেস নেতারা। তবে আপকে সমর্থনের রাস্তা থেকে এখনই পিছিয়ে আসতে নারাজ কংগ্রেস। জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ।

বিজেপি অবশ্য বলছে, সরকারটা চালিয়ে ভোটের প্রতিশ্রুতি পূরণ করে দেখান অরবিন্দ কেজরিওয়ালরা। আর এই প্রতিশ্রুতিগুলিকেই হাতিয়ার করে এগোতে চাইছে আপ। যে আঠারোটি জনমুখী ইস্যুগুলি তাঁরা তুলে ধরেছিলেন, সেই ইস্যুগুলিকে সামনে রেখে তাঁরা সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে আশাবাদী আপ নেতারা।

.