'নীতিহীন নীতীশ' কটাক্ষ রাহুলের, জেডি(ইউ) প্রধানকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
ওয়েব ডেস্ক: 'আমে দুধে মিলে গেল, আঁটি হয়ে পড়ে রইল আরজেডি-কংগ্রেস'। হ্যাঁ। বিহারের রাজনৈতিক ছবিটা এখন এমনই। নীতীশ কুমার আর সুশীল কুমার মোদী, ফের হাত মেলালেন 'পুরনো দুই বন্ধু'। বিহারে সরকার গঠন করল জেডি(ইউ)-বিজেপি জোট। রাতারাতি সরকার থেকে বিরোধী আসনে চলে গেল লালুর আরজেডি এবং কংগ্রেস। ষষ্ঠবার বিহারের মুখ্যমন্ত্রী হয়ে নীতীশ কুমার জানিয়ে দিলেন, "আমার এই সিদ্ধান্ত বিহারের মানুষের জন্যই, বিহারের উন্নতির জন্য কাজ করব আমি"। একই সুরে সুর মিলিয়ে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সুশীল মোদীও বলেন, "বিহারের উন্নতিই আমাদের একমাত্র লক্ষ্য"। বিহারে এনডিএ সমর্থিত সরকার গঠনের খবর পাওয়া মাত্রই টুইট করে নীতীশ কুমার এবং সুশীল মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও।
Congratulations to @NitishKumar ji & @SushilModi ji. Looking forward to working together for Bihar’s progress & prosperity.
— Narendra Modi (@narendramodi) July 27, 2017
তবে নীতীশ কুমারের এই উলটপুরাণকে 'বিশ্বাসঘাতকতা' বলেই অভিযোগ করছে কংগ্রেস সহ আরজেডি। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী নীতীশ কুমারকে উদ্দেশ্য করে বলেন, "ক্ষমতার জন্য মানুষ যা খুশি করতে পারে। তার জন্য কোনও নীতি কোনও বিশ্বাসযোগ্যতার প্রয়োজন নেই"। আরও একধাপ এগিয়ে রাহুল গান্ধী এও বলেন, "তিন চার মাস ধরেই এটা প্ল্যান করা হয়েছে। নিজের স্বার্থের জন্যই এটা করলেন তিনি (নীতীশ কুমার)"। নীতীশ কুমারকে কটাক্ষ করে রাহুল এও বলেন, "সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করার জন্যই বিহারের মানুষ তাঁর ওপর আস্থা রেখেছিল। এখন তিনি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তাদেরই (বিজেপি) হাত ধরল"। এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে লালুপুত্র টুইট করে বলেন, "আমি স্বচ্ছতা নিয়েই সরকারে এসেছি। আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে"। "মোদী ভক্ত নীতীশ", নীতীশ কুমারকে এই ভাবেই কটাক্ষ করেছেন কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ এস সূর্যেওয়ালা। আরও পড়ুন- ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীল মোদী