চাপের পাহাড়ে বসেও সোনিয়া ইউপি-থ্রি গড়ায় ১০০ শতাংশ নিশ্চিত
বস্ত্র থেকে টেলিকম, কয়লা থেকে কপ্টার। একের পর এক কেলেঙ্কারির পাহাড় জমা হচ্ছে। মন্ত্রীরা পর্যন্ত জেলে যাচ্ছেন। এক সময়ের পছন্দের শরিক নেত্রীরা তীব্র আক্রমণ করছেন। তেলেঙ্গানা গড়ায় অন্ধপ্রদেশের নেতারা দল ছাড়ার হুঙ্কার দিচ্ছেন। লোকসভায় `স্বাদের` খাদ্যসুরক্ষা বিলও পাশ হচ্ছে না। তাতে কী! এত চাপের পরেও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলছেন, আমি ১০০ শতাংশ আশাবাদি ফের আমারাই কেন্দ্রে ক্ষমতায় আসছি।
বস্ত্র থেকে টেলিকম, কয়লা থেকে কপ্টার। একের পর এক কেলেঙ্কারির পাহাড় জমা হচ্ছে। মন্ত্রীরা পর্যন্ত জেলে যাচ্ছেন। এক সময়ের পছন্দের শরিক নেত্রীরা তীব্র আক্রমণ করছেন। তেলেঙ্গানা গড়ায় অন্ধপ্রদেশের নেতারা দল ছাড়ার হুঙ্কার দিচ্ছেন। লোকসভায় `স্বাদের` খাদ্যসুরক্ষা বিলও পাশ হচ্ছে না। তাতে কী! এত চাপের পরেও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলছেন, "আমি ১০০ শতাংশ আশাবাদী ফের আমারাই কেন্দ্রে ক্ষমতায় আসছি।" দিল্লিতে ন্যাশনাল মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউপিএ চেয়ারপার্সন বললেন, জয় সম্পর্কে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। একইসঙ্গে লোকসভা নির্বাচন এগিয়ে আনার জল্পনাও উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী।
২০১৪ সালে লোকসভা ভোট। দলের প্রস্তুতিতেও খুশি সোনিয়া। বলছেন, "ইউপি-থ্রি গঠন হবেই।" লোকসভা ভোট কখন হবে তা নিয়ে জল্পনায় ব্যস্ত সবাই। কোনও কোনও মহলের ধারণা ২০১৪ জানুয়ারিতেই লোকসভা ভোট করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার। সোনিয়া অবশ্য বললেন, "আমাদের লক্ষ্য ইউপি টু পুরো মেয়াদ পূর্ণ করা।" প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসে ইউএ-টু সরকারের মেয়াদ শেষ হচ্ছে। সোনিয়ার কথা অনুযায়ী, ২০১৪ সালের মে মাসের আগে লোকসভা ভোটের সম্ভাবনা নেই।
চলতি বাদল অধিবেশনই খাদ্য বিল পাস হয়ে যাবে বলেও আশাবাদী কংগ্রেস সভানেত্রী।
খাদ্য সুরক্ষা আইনই যে লোকসভা ভোটে তাঁদের প্রধান হাতিয়ার হবে তা গোপন করেননি কংগ্রেস সভানেত্রী। যদিও, খাদ্য সুরক্ষা বিল পাসের পরেই ভোটে যাওয়ার জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি। আগাম ভোটের সম্ভাবনা উড়িয়ে সোনিয়া গান্ধী বলেন, দ্বিতীয় ইউপিএ সরকার পুরো মেয়াদ কাজ করুক এটাই তিনি চান।