শিবসেনা প্রধানের শারীরিক অবস্থার অবনতি

শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মাতশ্রীতেই চলছে চিকিত্সা। একটি মেডিক্যাল বোর্ড শিবসেনা প্রধানের চিকিত্সা করছে। আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাল ঠাকরেকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন বালাসাহেব ঠাকরে। বুধবারই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

Updated By: Nov 15, 2012, 09:22 AM IST

শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মাতশ্রীতেই চলছে চিকিত্সা। একটি মেডিক্যাল বোর্ড শিবসেনা প্রধানের চিকিত্সা করছে। আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাল ঠাকরেকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন বালাসাহেব ঠাকরে। বুধবারই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
খবর পেয়ে পৌঁছে যান রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। শিবসেনা প্রধানের শারীরিক অবস্থার খবর নিতে মাতশ্রীতে যান অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং সঞ্জয় দত্ত। মাতশ্রীর সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত মঙ্গলবার থেকেই খাবার খেতে পারছিলেন না শিবসেনা প্রধান। লাগাতার অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। ছিয়াশি বছরের এই প্রবীণ রাজনীতিবিদকে এখন সম্পূর্ণ ভাবেই জীবনদায়ী ব্যবস্থাপনার উপর রাখা হয়েছে। তাঁর ছেলে উদ্ধব ঠাকরে জানিয়েছেন ডাক্তাররা তাঁদের তরফ থেকে সব রকম চেষ্টা চালাচ্ছেন। ঠাকরের বাসভবনের সামনে প্রায় ৫০০০ শিবসৈনিক তাঁর আরোগ্য কামনায় মুহূর্ত গুনছেন।

.