#সিপিআইএম-কারাটের ব্যাটন এবার ইয়েচুরির হাতে, পলিটব্যুরোতে সেলিম, কেন্দ্রীয় কমিটিতে রাজ্যের ৪

প্রকাশ কারাটের ব্যাটন এবার সীতারাম ইয়েচুরির হাতে। আজ বিশাখাপত্তনমে দলের পার্টি কংগ্রেসে সাধারণ সম্পাদক হিসাবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রকাশ কারাট। প্রকাশ কারাটের উত্তরসূরীর দৌড়ে ইয়েচুরির সঙ্গেই নাম উঠে এসেছিল SR পিল্লাইয়েরও। যদিও, শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন পিল্লাই।

Updated By: Apr 19, 2015, 02:10 PM IST
#সিপিআইএম-কারাটের ব্যাটন এবার ইয়েচুরির হাতে, পলিটব্যুরোতে সেলিম, কেন্দ্রীয় কমিটিতে রাজ্যের ৪

ওয়েব ডেস্ক: প্রকাশ কারাটের ব্যাটন এবার সীতারাম ইয়েচুরির হাতে। আজ বিশাখাপত্তনমে দলের পার্টি কংগ্রেসে সাধারণ সম্পাদক হিসাবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রকাশ কারাট। প্রকাশ কারাটের উত্তরসূরীর দৌড়ে ইয়েচুরির সঙ্গেই নাম উঠে এসেছিল SR পিল্লাইয়েরও। যদিও, শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন পিল্লাই।

দলের কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, মহম্মদ আমিন ও ভিএস অচ্যূতানন্দন সহ পাঁচজন। পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএমের নতুন কেন্দ্রীয় কমিটিতে চারজনকে মনোনীত করা হয়েছে। এই চার নেতা হলেন রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, অঞ্জু কর এবং মিনতি ঘোষ। আজই নতুন কেন্দ্রীয় কমিটি পলিটব্যুরোর ষোলজন সদস্যকে নির্বাচিত করেছে। নতুন সদস্য হিসেবে পলিটব্যুরোতে জায়গা পেয়েছেন মহম্মদ সেলিম, সুভাষিণী আলি, হান্নান মোল্লা ও ভি রামকৃষ্ণণ। এছাড়াও পুরনো সদস্যদের মধ্যে পলিটব্যুরোতে আছেন প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি, এসআর পিল্লাই, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মানিক সরকার, বৃন্দা কারাট, কোডিয়ারি বালকৃষ্ণণ সহ ১১ জন।

.