আইসির সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে ভারতীয় উপমহাদেশে নয়া জঙ্গি শাখা গঠনের পথে আল কায়দা

ইরাক, সিরিয়া জুড়ে আইসি জঙ্গি গোষ্টীর বর্বরোচিত অমানবিক কার্যকলাপ এখন সারা বিশ্বজুড়েই আতঙ্কের খবরের শিরোনামে। আইসি-এর প্রতাপে কিছুটা ম্রিয়মান হয়ে পড়েছিল আরও এক ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা। এবার নিজের অস্তিত্ব প্রমাণ করতে আল কায়েদা নেতা আমান আল জাহারি বুধবার ভারতীয় উপমহাদেশে নয়া আতঙ্কগোষ্ঠী তৈরি করার কথা ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে আফগানিস্তানের তালিবান নেতা মুল্লা ওমরের পূর্ণ সমর্থন রয়েছে।

Updated By: Sep 4, 2014, 06:34 PM IST
আইসির সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে ভারতীয় উপমহাদেশে নয়া জঙ্গি শাখা গঠনের পথে আল কায়দা

নতুন দিল্লি: ইরাক, সিরিয়া জুড়ে আইসি জঙ্গি গোষ্টীর বর্বরোচিত অমানবিক কার্যকলাপ এখন সারা বিশ্বজুড়েই আতঙ্কের খবরের শিরোনামে। আইসির প্রতাপে কিছুটা ম্রিয়মান হয়ে পড়েছিল আরও এক ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা। এবার নিজের অস্তিত্ব প্রমাণ করতে আল কায়েদা নেতা আমান আল জাহারি বুধবার ভারতীয় উপমহাদেশে নয়া আতঙ্কগোষ্ঠী তৈরি করার কথা ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে আফগানিস্তানের তালিবান নেতা মুল্লা ওমরের পূর্ণ সমর্থন রয়েছে।

জিহাদি ফোরামের এক ঘণ্টা লম্বা ভিডিওতে, কায়েদা নেতা জায়াহিরি জানিয়েছেন ভারত (কাশ্মীর, গুজরাত, আহমেদাবাদ, আসাম), মায়ানমার এবং বাংলাদেশ ভারতীয় উপমহাদেশে মুসলিমদের মধ্যে ''কৃত্রিম বিভাজন'' ভেঙে দিতে চান তাঁরা।

কায়েদার নতুন শাখায় অসিম উমর, পাকিস্তানের আল কায়েদার শাহরিহ কমটির সদস্য নেতা হিসেবে থাকবেন। উস্তাদ উসামা মেহমুদ হবেন এর মুখপাত্র। জায়াহিরি জানিয়েছেন ''ভারতীয় উপমহাদেশে আমরা ইসলামের প্রত্যাবর্তন চাই। আক্রান্ত হওয়ার আগে এই সকল অংশ মুসলিম বিশ্বের অংশ ছিল। নতুন শাখা বার্মা, কাশ্মীর, গুজরাত, বাংলাদেশ, আহমেদাবাদ ও অসমের মুসলিমদের হয়ে কাজ করবে।''

 

.