গঙ্গাসাগরের দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রীয় সরকারের

গঙ্গাসাগরে দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার। টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। আহত যাঁরা হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। আহতরা ৫০ হাজার টাকা করে সাহায্য পাবেন।

Updated By: Jan 16, 2017, 08:48 AM IST
গঙ্গাসাগরের দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রীয় সরকারের

ওয়েব ডেস্ক: গঙ্গাসাগরে দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার। টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। আহত যাঁরা হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। আহতরা ৫০ হাজার টাকা করে সাহায্য পাবেন।

আরও পড়ুন- গঙ্গাসাগরে যাত্রী পরিষেবার জন্য মুখ থুবড়ে পড়েছে হুগলি নদিতে লঞ্চ চলাচল

প্রসঙ্গত, গতকাল তীর্থ করে ফেরার পথে ছয় পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। তাড়াহুড়ো করে ভেসেলে উঠেতে গিয়েই অসুস্থ হয়ে মারা গেছেন বয়স্ক ছয় তীর্থযাত্রী। চব্বিশ ঘণ্টাকে জানালেন প্রত্যক্ষদর্শীরা। ফলে মেলা শেষের গঙ্গাসাগরে শোকের ছায়া। দুর্ঘটনার তদন্ত করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

আরও পড়ুন- হোমের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন চার আবাসিক তরুণী!

.