গত রাতে বরফ হয়ে গেল ডাল লেক

বিখ্যাত ডাল লেকের জল বরফ হয়ে গেল গতরাতে। এই মরশুমের সবচেয়ে শীতলতম রাত ছিল কাল। শ্রীনগরের তাপমাত্রা ছিল -৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Dec 27, 2014, 02:57 PM IST
 গত রাতে বরফ হয়ে গেল ডাল লেক

শ্রীনগর: বিখ্যাত ডাল লেকের জল বরফ হয়ে গেল গতরাতে। এই মরশুমের সবচেয়ে শীতলতম রাত ছিল কাল। শ্রীনগরের তাপমাত্রা ছিল -৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

হু হু ঠাণ্ডা হাওয়া ভোরের দিকে ডাল লেকের খানিকটা জল বরফ করে দেয়। বরফের আস্তরণ শিকারা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে।  

মাতা বৈষ্ণব দেবীর দর্শণ সেরে সবে জম্মু কাশ্মীরের রাজধানীতে পা রেখেছেন এক গুজরাতি দম্পতি। জীবনে প্রথমবার জমাটবাধা ডাল লেক দেখে বেশ খুশি দুজনেই।

শুধু ডাল লেকই নয়। শ্রীনগরের একাধিক জলাশয়ও জমাট হয়ে গিয়েছে।

.