কয়লা দূর্নীতির সমস্ত ফাইল রয়েছে সিএজি-র কাছেই

কয়লা ব্লক বণ্টন দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক তথ্য মিলল। ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকার এই দূর্নীতির ঘটনায় যাবতীয় তথ্য রয়েছে সিএজি-র কাছে। সিবিআইয়ের অভিযোগ উড়িয়ে দিয়ে এমনই দাবি করলেন সিএজি-র ন্যাশনাল অডিট ফেডারেশনের মহাসচিব এ কে দাস।

Updated By: Oct 11, 2013, 06:11 PM IST

কয়লা ব্লক বণ্টন দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক তথ্য মিলল। ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকার এই দূর্নীতির ঘটনায় যাবতীয় তথ্য রয়েছে সিএজি-র কাছে। সিবিআইয়ের অভিযোগ উড়িয়ে দিয়ে এমনই দাবি করলেন সিএজি-র ন্যাশনাল অডিট ফেডারেশনের মহাসচিব এ কে দাস।
কয়লা মন্ত্রকের তরফে জানানো হয়েছিল  প্রায় ১৪৭টি গুরুত্বপূর্ণ ফাইলের কোনও হদিশ নেই। সিবিআই-ও সেই তথ্যে সহমত জানায়। সুপ্রিম কোর্ট ঘটনার জেরে সরকারের সমালোচনা করে মন্তব্য করে। এমনকী এনিয়ে বিরোধীদের প্রবল চাপের মুখে সংসদে বিবৃতি দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী।
কিন্তু ন্যাশনাল অডিট ফেডারেশনের মহাসচিব এ কে দাস জানিয়ে দিয়েছেন, দূর্নীতি সংক্রান্ত যাবতীয় ফাইল ও তথ্য রয়েছে সিএজি-র কাছে। যার ভিত্তিতে এই মামলায় যাবতীয় ব্যবস্থা নিতে পারে সিবিআই।

.