দিল্লিতে ভেঙে পড়ল কোচিং সেন্টারের ছাদ; নিহত ৪ শিশু, ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকে

এলাকার লোকজনের তত্পরতায় ১৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে

Updated By: Jan 25, 2020, 08:10 PM IST
দিল্লিতে ভেঙে পড়ল কোচিং সেন্টারের ছাদ; নিহত ৪ শিশু, ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকে

নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে ভেঙে পড়ল একটি নির্মীয়মান বাড়ি। তাতেই চাপা পড়ে গেল বেশ কয়েকজন শিশু। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে  ৪ শিশুর।  আহত বহু।

আরও পড়ুন-নিষেধ সত্ত্বেও জোর করে নাচানাচি, সদ্যোজাতের মৃত্যুতে বৃহন্নলাদের বিরুদ্ধে কঠোর ধারা প্রয়োগ

রাজধানীর ভজনপুরা এলাকার গোকুপুরে তৈরি হচ্ছিল ওই বাড়িটি। এটির মধ্যেই চলছিল একটি কোচিং সেন্টার। শনিবার বিকেলে আচমকাই ভেঙে পড়ে সেই কোচিং সেন্টারের ছাদ ।  ফলে নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। এলাকার লোকজনের তত্পরতায় ১৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও অনেকেই ধ্বংস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-মাটিতে লেগে পা, থানার পাশেই ঝোপেই উদ্ধার যুবকের 'ঝুলন্ত' দেহ!

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে যায় দমকল বাহিনী। উদ্ধারকাজে নেমে পড়েছেন তারা।  সূত্রের খবর, ঘটনাস্থলে যেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

.