পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করলেন চৌহান

কৃষক বিক্ষোভের আঁচে জ্বলছে মান্দসৌর। এরমধ্যেই আজ মান্দসৌরে পৌঁছলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেখা করলেন পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারবর্গের সঙ্গে।

Updated By: Jun 14, 2017, 05:16 PM IST
পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করলেন চৌহান

ওয়েব ডেস্ক : কৃষক বিক্ষোভের আঁচে জ্বলছে মান্দসৌর। এরমধ্যেই আজ মান্দসৌরে পৌঁছলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেখা করলেন পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারবর্গের সঙ্গে।

রাজ্যে শান্তিরক্ষার আবেদন জানিয়ে শনিবার থেকে অনির্দিষ্টকালীন বসেছিলেন শিবরাজ সিং চৌহান নিজেই। একদিন পর রবিবার অনশন ভাঙেন তিনি। কিন্তু এরমধ্যেই গত ২৪ ঘণ্টায় আরও তিনজন কৃষক ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই নিয়ে গত এক সপ্তাহে রাজ্যে মোট ৫ জন কৃষক আত্মহত্যা করলেন।

ঋণ মকুবের দাবিতে ১ জুন থেকে অবস্থান বিক্ষোভে বসেন কৃষকরা। অভিযোগ, কৃষকদের সেই বিক্ষোভের উপর ৬ জুন বিনা প্ররোচনায় গুলি চালায় পুলিস। মৃত্যু হয় ৫ কৃষকের। বিক্ষোভের আগুন জ্বলে ওঠে মান্দসৌরে।

আরও পড়ুন, ডাবের জল খেয়ে শান্তি অনশন ভাঙলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

.