বিজেপি ও বামেদের অভিযানে পুলিসের দমন পিড়নের অভিযোগ নস্যাত্ করলেন মুখ্যমন্ত্রী
পরপর দু'দিন শহরে তুলকালাম। বিরোধীদের শক্তি প্রদর্শনের মরিয়া চেষ্টা। কারোর টার্গেট নবান্ন তো কারোর লালবাজার। তবে বিরোধীদের সব আন্দোলনকেই নস্যাত করে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, হার্মাদ উন্মাদের এই লড়াইয়ের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই।
ওয়েব ডেস্ক : পরপর দু'দিন শহরে তুলকালাম। বিরোধীদের শক্তি প্রদর্শনের মরিয়া চেষ্টা। কারোর টার্গেট নবান্ন তো কারোর লালবাজার। তবে বিরোধীদের সব আন্দোলনকেই নস্যাত করে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, হার্মাদ উন্মাদের এই লড়াইয়ের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই।
আরও পড়ুন- আজ মোদী-মমতা বৈঠক, কেন্দ্রীয় বরাদ্দের টাকা পেতে ফের দাবি জানাবেন মুখ্যমন্ত্রী
বামেদের নবান্ন অভিযান। অন্যদিকে, BJP-র লালবাজার অভিযান। তিন দিনের ব্যবধানে পথে দুই বিরোধীপক্ষ। একদিকে অস্তিত্ব রক্ষার তাগিদে মরিয়া বামেরা। অন্যদিকে অস্তিত্ব জাহির করতে চাওয়া গেরুয়া শিবির। শহরের প্রাণ কেন্দ্রে রীতি মতো তুলকালাম। পুলিসের বিরুদ্ধে দমন পিড়নের গুচ্ছ অভিযোগ বিরোধীদের। দিল্লিতে বসে সবটাই নস্যাত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'কে দুই ২ আর কে তিন'।