'লক্ষ্য BJP-কে বোল্ড আউট করা', মুম্বইয়ে Mamata-র মুখে খেলা হবে 'স্লোগান'

বিজেপি আমাদের দমিয়ে রাখতে পারবে না: মমতা

Updated By: Dec 1, 2021, 03:29 PM IST
'লক্ষ্য BJP-কে বোল্ড আউট করা', মুম্বইয়ে Mamata-র মুখে খেলা হবে 'স্লোগান'

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ে বিশিষ্টদের মাঝে বসে বিজেপির (BJP) বিরুদ্ধে আল আউট আক্রমণে নামার বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (CM Mamata Banerjee)। ২০২৪-এর লোকসভা ভোটের টার্গেট স্থির করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, 'মূল লক্ষ্য বিজেপিকে বোল্ড আউট করা'।

২০২১-এর বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। খেলা হয়েছে। 'বাংলার মেয়ের' উপর ভরশা রেখেছে রাজ্যের মানুষ। বিজেপির (BJP) 'ডবল ইঞ্জিন' সরকারের স্বপ্ন পর্যদস্তু হয়েছে। বুধবার জাভেদ আখতার, পবন বর্মা, মহেশ ভাট, মেধা পাটেকর, স্বরা ভাস্কর, আদিতি মিত্তল, রিচা চাড্ডাদের মাঝে বসেও তৃণমূল সুপ্রিমোর মুখে শোনা গেল সেই খেলা হবে 'স্লোগান'।

Koo App
Empowering civil society members and ensuring their involvement is crucial in a Democracy. Today, our Chairperson Mamata Banerjee met with several civil society members in Mumbai.

- All India Trinamool Congress (@AITCOfficial) 1 Dec 2021

মমতা বন্দ্য়োপাধ্য়ায় (CM Mamata Banerjee) বলেন, "আমার প্রধান লক্ষ্য বিজেপিকে (BJP) বোল্ড আউট করা। বিজেপি (BJP) বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়। বাংলায় ধর্মের বিভাজনে কিছু হয় না। আমরা ধর্মের রাজনীতি করি না। নাগরিক সমাজকে আগামী দিনের কথা ভাবতে হবে। অগণতান্ত্রিক পদ্ধতিতে দেশের শাসন সম্ভব নয়। আমরা বিজেপির (BJP) বিরুদ্ধে একজোট হয়ে লড়ব। পেশি শক্তি দিয়ে দেশ চালানো যায় না। আমার লক্ষ্য গণতন্ত্রকে রক্ষা করা। নাগরিক সমাজকে আগামী দিনের কথা ভাবতে হবে। বিজেপি আমাদের দমিয়ে রাখতে পারবে না।"  

আরও পড়ুন: কৃষক মৃত্যুর তথ্য নেই, তাই সাহায্যের প্রশ্নও নেই! জানাল Modi সরকার

আরও পড়ুন: Omicron/Covid 19: ফের বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি সিকিমে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.