Mamata Banerjee in Puri: পুরীতে গেস্ট হাউস বানাবে রাজ্য, জমি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

৩ দিনের সফরে ওড়িশায় মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতে ভুবনেশ্বরে ছিলেন তিনি। এদিন সকালে পুরীতে যান মমতা।  গেস্ট হাউসের জন্য় জমি পরিদর্শনের পর পায়ে হেঁটে পৌঁছন জগন্নাথ মন্দিরে।

Updated By: Mar 22, 2023, 05:27 PM IST
Mamata Banerjee in Puri: পুরীতে গেস্ট হাউস বানাবে রাজ্য, জমি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

সুতপা সেন: আগ্রহ প্রকাশ করেছিলেন মাস খানেক আগে। পুরীতে গিয়ে এবার সরকারি গেস্ট হাউস তৈরির জন্য জমি পরিদর্শন করলেন মু্খ্যমন্ত্রী। বললেন, 'জায়গাটা আমার পছন্দ হয়েছে। কাল নবীনজির সঙ্গে দেখা করব। আমি কথা বলে নেব। উনি সিদ্ধান্ত নেবেন'।

৩ দিনের সফরে ওড়িশায় মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতে ভুবনেশ্বরে ছিলেন তিনি। এদিন সকালে পুরীতে যান মমতা। তবে জগন্নাথ মন্দির দর্শন নয়, প্রথমে  সরকারি গেস্ট তৈরির জন্য জমি পরিদর্শন করেন পুরী বালিয়াপন্ডা এলাকায়। সঙ্গে ছিলেন ওড়িশা সরকারের প্রতিনিধিরাও। এরপর সাধারণ ভক্তদের মতোই অনেকটা পথ হেঁটে জগন্নাথ মন্দিরে যান মুখ্যমন্ত্রী। পুজোও দেন।

আরও পড়ুন: Aadhaar Voter ID link: আধার-ভোটার আইডি লিঙ্কের নতুন সময়সীমা ঘোষণা করল কেন্দ্র, জেনে নিন তারিখ

মুখ্য়মন্ত্রী বলেন, 'বাংলা থেকে সবচেয়ে বেশি পর্যটক ওড়িশায় আসেন। কখনও কখনও থাকার জায়গা পায় না। রথের সময় বা যখন লম্বা ছুটি পড়ে, এদিক-সেদিক ঘুরে বেড়ায়। আমরা চাই, পুরীতে আমাদের নিবাস থাক, যাতে অন্তত কিছু মানুষ থাকতে পারে।  কাল নবীনজির সঙ্গে দেখা করর।  উনি সিদ্ধান্ত নেবেন'। পুরীতে কবে রাজ্য সরকারের গেস্ট হাউস তৈরি কাজ শুরু হবে? মমতা জানান, 'মাটি পরীক্ষা, বিল্ডিং প্ল্যানর মতো অনেক বিষয় রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় অনেক বিধি মেনে বাড়ি তৈরি করতে হয়। জমিটা পেলেই আমরা কাজ শুরু করব'।

বাঙালির অবসর যাপনের প্রিয় ঠিকানা পুরী। প্রতি বছর জগন্নাথ দর্শন করতে পড়শি রাজ্যে যান প্রচুর পর্যটক। সঙ্গে সমুদ্রস্নানও। দিল্লির বঙ্গভবনের ধাঁচে পুরীতে গেস্ট তৈরি করবে রাজ্য সরকার। এমনকী, মু্খ্যমন্ত্রী সেই গেস্ট হাউসের নকশাও তৈরি করে ফেলেছেন বলে খবর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.