স্কুলের প্রধান শিক্ষিকাকে গুলি করে খুন, গ্রেফতার দ্বাদশ শ্রেণীর ছাত্র

শনিবার সকালে হঠাত্ই প্রধান শিক্ষিকার ওপর গুলি চালায় ছাত্রটি। এরপরই সেখান থেকে বেরিয়ে পালাতে গিয়ে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের হাতে ধরা পড়ে যায়।

Updated By: Jan 20, 2018, 04:38 PM IST
স্কুলের প্রধান শিক্ষিকাকে গুলি করে খুন, গ্রেফতার দ্বাদশ শ্রেণীর ছাত্র
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : স্কুলের প্রধান শিক্ষিকার ওপর গুলি করে খুনের অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগর এলাকার বিবেকানন্দ স্কুলে। পুলিস গ্রেফতার করেছে অভিযুক্ত ছাত্রটিকে।

আরও পড়ুন- উড়ানে ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি দিল ট্রাই

ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, শনিবার সকালে পিটিএম চলার সময় হঠাত্ই প্রধান শিক্ষকের ওপর গুলি চালায় ছাত্রটি। এরপরই সেখান থেকে বেরিয়ে পালাতে গিয়ে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের হাতে ধরা পড়ে যায়। তাকে বেধড়ক মারধর করা পুলিসের হাতে তুলে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় বন্দুকটিও। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় স্কুলের প্রধান শিক্ষককে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিসের ধারণা, কোনও বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ছাত্রটি। সেই কারণেই সে এমন কাজ করে থাকতে পারে।

.