চন্দনের টিপ পরায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার মাদ্রাসার

 বিন্দি ইসলামবিরোধী, ছাত্রীকে বহিষ্কার করল মাদ্রাসা। 

Updated By: Jul 7, 2018, 05:55 PM IST
চন্দনের টিপ পরায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার মাদ্রাসার

নিজস্ব প্রতিবেদন: কপালে চন্দনের টিপ পরায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার করার অভিযোগ উঠল মাদ্রাসার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বামশাসিত কেরলে। শিক্ষাপ্রতিষ্ঠানের একটি শর্টফিল্মে অংশ নেওয়ার জন্য বিন্দি পরেছিল সে। 

মাদ্রাসার সিদ্ধান্তের বিরোধিতা করে ফেসবুকে ছাত্রীর বাবা উম্মর মালায়িল লিখেছেন, ''পড়াশুনো ও অন্যান্য বিষয়ে ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও আমার মেয়েকে বহিষ্কার করেছে মাদ্রাসা। কারণ হিসেবে যা জানিয়েছে, তা যথেষ্ট চিন্তার। তারা জানিয়েছে, চন্দনের টিপ পরায় বহিষ্কারের সিদ্ধান্ত।'' পড়াশুনো ছাড়াও গান, নাচে একাধিক পুরস্কার পেয়েছে সে। মালায়লি ভাষায় এই পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে।   

জানা গিয়েছে, মৌলবাদিদের আপত্তিতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মাদ্রাসা কর্তৃপক্ষ। এই ঘটনার পরে ১০ বছরের মেয়ের বাবার পাশে দাঁড়িয়েছেন অনেকে। তবে অনেকের বক্তব্য, শরিয়ত আইন মেনে ব্যবস্থা নিয়েছে মাদ্রাসা। বিন্দি ইসলামবিরোধী।

আরও পড়ুন- ২০১৯ থেকে বছরে দু'বার মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স: জাভড়েকর

.