'খুন হতে পারেন রাজীব গান্ধী, ৫ বছর আগেই সতর্ক করেছিল CIA'

এটাই সত্যি! বিশ্বাস করুন আর নাই করুন। শ্রীপেদামবুদুরে এক নির্বাচনী প্রচারসভায় আত্মঘাতী বোমায় তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ার, ৫ বছর আগেই সতর্ক করেছিল ইউনাইটেড স্টেট সেন্ট্রাল ইনটেলিজেন্স বা CIA। রিপোর্ট বলছে এমনই।

Updated By: Jan 29, 2017, 04:47 PM IST
'খুন হতে পারেন রাজীব গান্ধী, ৫ বছর আগেই সতর্ক করেছিল CIA'

ওয়েব ডেস্ক : এটাই সত্যি! বিশ্বাস করুন আর নাই করুন। শ্রীপেদামবুদুরে এক নির্বাচনী প্রচারসভায় আত্মঘাতী বোমায় তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ার, ৫ বছর আগেই সতর্ক করেছিল ইউনাইটেড স্টেট সেন্ট্রাল ইনটেলিজেন্স বা CIA। রিপোর্ট বলছে এমনই।

জানা যাচ্ছে, ১৯৯১ সালে রাজীব গান্ধী খুন হওয়ার ৫ বছর আগে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে CIA। যেখানে রাজীব গান্ধী খুন হতে পারেন বলে, আশঙ্কা প্রকাশ করা হয়েছে। "ইন্ডিয়া আফটার রাজীব" নামে ২৩ পাতার রিপোর্টটি তৈরি করেছিলেন CIA-র পদস্থ কর্তারা। ১৯৮৬ সালের মার্চ মাসে তৈরি 'গোপন' রিপোর্টটি সম্প্রতি 'ফ্রিডম ইনফরমেশন অ্যাক্ট'-এর আওতায় সামনে এনেছে CIA।

৩১ বছরে রিপোর্টটির বেশকিছু অংশই অবশ্য নষ্ট হয়ে গেছে। তবে রিপোর্টটির যেটুকু অংশ বেঁচে রয়েছে, তার প্রথম লাইনেই লেখা, "Prime Minister Rajiv Gandhi faces at least an even chance of assassination before his tenure in office ends in 1989." অর্থাত্, "১৯৮৯-এ প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই খুন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজীব গান্ধীর"। যেখানে বলা রয়েছে, তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর নিশানায় রয়েছেন। এমনকী রাজীব গান্ধী খুন হলে পর ভারত জুড়ে দাঙ্গা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ৫ বছর পর ১৯৯১-র মে মাসে খুন হন রাজীব গান্ধী।

আরও পড়ুন, এবারের বাজেটে বাড়তে পারে পরিষেবা করের হার!

.