বাড়ির ছাদে নামল হেলিকপ্টার
যান্ত্রিক ত্রুটির কারণে বেঙ্গালুরুর এক আবাসনের ছাদে নামানো হল হেলিকপ্টার। ইন্দিরা নগরের ওই আবাসনের বাসিন্দারা দুঃস্বপ্নেও ভাবেননি, বৃহস্পতিবার তাঁদের আবাসনের ছাদই হয়ে দাঁড়াবে হেলিপ্যাড। এবং সেখানেই নেমে আসবে প্রতিরক্ষাবাহিনীর একটি হেলিকপ্টার।
যান্ত্রিক ত্রুটির কারণে বেঙ্গালুরুর এক আবাসনের ছাদে নামানো হল হেলিকপ্টার। ইন্দিরা নগরের ওই আবাসনের বাসিন্দারা দুঃস্বপ্নেও ভাবেননি, বৃহস্পতিবার তাঁদের আবাসনের ছাদই হয়ে দাঁড়াবে হেলিপ্যাড। এবং সেখানেই নেমে আসবে প্রতিরক্ষাবাহিনীর একটি হেলিকপ্টার।
তবু রক্ষে, ছাদে হেলিকপ্টার নামলেও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। জানা গেছে, প্রতিরক্ষা বাহিনীর ওই হেলিকপ্টারটি চালাচ্ছিল ২ জন ট্রেনি পাইলট। ওড়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তারপরই উপায়ান্তর না দেখে বহুতল আবাসনের ছাদে পাইলটরা হেলিকপ্টারটি নামাতে বাধ্য হন। আতঙ্কিত আবাসিকরা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিস। আশপাশের বাড়িও খালি করে দেওয়া হয়। পরে নীচে নামানো হয় কপ্টারটিকে।