ভারতকে হুমকি চিনা মেজর জেনারেলের

এক চিনা জেনেরাল বৃহস্পতিবার সরাসরি হুমকি দিল ভারতকে। এই মেজর জেনারেল লুও ইউয়ান তাঁর জাতীয়তাবাদী মনোভাবের জন্য চিনে বিখ্যাত। লুও ইউয়ান সাংবাদিকদের জানিয়েছেন ``নতুন সমস্যা তৈরি করতে না চাইলে ভারতের উচিত সীমান্তে সেনা বাহিনীকে সংযত করা।`` ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনী বর্তমানে বেজিং সফরে রয়েছেন।

Updated By: Jul 4, 2013, 08:13 PM IST

এক চিনা জেনেরাল বৃহস্পতিবার সরাসরি হুমকি দিল ভারতকে। এই মেজর জেনারেল লুও ইউয়ান তাঁর জাতীয়তাবাদী মনোভাবের জন্য চিনে বিখ্যাত। লুও ইউয়ান সাংবাদিকদের জানিয়েছেন ``নতুন সমস্যা তৈরি করতে না চাইলে ভারতের উচিত সীমান্তে সেনা বাহিনীকে সংযত করা।`` ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনী বর্তমানে বেজিং সফরে রয়েছেন।
এর আগে জাপান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেও খবরের শিরোনামে এসেছিলেন লুও ইউয়ান।
চলতি বছরের মে মাসে চিন লাদাখে সীমান্ত ছাড়িয়ে ভারতীয় ভূখণ্ডের ২০ কিলোমিটার ভিতরে ঘাঁটি গাড়ে চিনা সৈন্যরা। বেশ কিছু দিনের চাপানতোরের পর চিনা সৈন্যরা সরে যায়।
এরপর ভারত-চিন উভয় পক্ষই সীমান্ত সমস্যা মেটাতে উদ্যোগী হয়।
ভারতকে প্রছন্ন হুমকি দিলেও সীমান্ত সমস্যা যে আপাতত আয়ত্তের মধ্যে তাও জানিয়েছেন লুও ইউয়ান।
প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনির ৩দিনের চিন সফরে বর্তমানে বেজিংয়ে। তাঁর সফর ঘিরে দু`দেশের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তার বদলে ইউয়ানের হুমকি দুদেশের সম্পর্কের আরও অবনতি ঘটাবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

.