ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, তুষারাবৃত লে, উত্তুরে হাওয়ার প্রকোপে কাবু পঞ্জাব, হরিয়ানা
এ রাজ্যের মানুষ শীতের অপেক্ষায় দিন গুনলেও ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ গোটা উত্তর ভারত। শুক্রবার দিল্লিতে সর্বনিম্ম তাপমাত্রা নেমে যায় ৬ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
এ রাজ্যের মানুষ শীতের অপেক্ষায় দিন গুনলেও ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ গোটা উত্তর ভারত। শুক্রবার দিল্লিতে সর্বনিম্ম তাপমাত্রা নেমে যায় ৬ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
নেমেছে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রাও। বৃহস্পতিবার লে তে ছিল মরসুমের শীতলতম দিন। এ দিন তাপমাত্রা নেমে যায় মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে। উপত্যকার অধিকাংশ এলাকাই তুষারাবৃত।
সিমলায় সর্বনিম্ম তাপমাত্রা রয়েছে ২.৩ ডিগ্রির কাছাকাছি। পালমপুরে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীরে পশ্চিমা বায়ু বাধাপ্রাপ্ত হওয়ায় হিমাচল প্রদেশের উত্তর দিকে আগামী দু`দিন ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
পঞ্জাব, হরিয়ানায় হাঁড় কাঁপানো ঠান্ডা হাওয়ার প্রকোপে ভুগছে মানুষ। জলন্ধরের আদমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অমৃতসরে রাতে দিকে তাপমাত্রা রয়েছে ২.২ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানায় শীতলতম অঞ্চল নারনুলে তাপমাত্রার পারদ নেমেছে ১.৮ ডিদ্রি সেলসিয়াসে। চণ্ডীগড়ের সর্বনিম্ম তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।