আরএসএসের আমন্ত্রণ গ্রহণ প্রণবের, মরিয়া কংগ্রেসের নয়া ফিকির?

৭ জুন নাগপুরে তৃতীয় বর্ষের স্বয়ংসেবকদের সমাবর্তন অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে আরএসএস। 

Updated By: May 30, 2018, 11:37 PM IST
আরএসএসের আমন্ত্রণ গ্রহণ প্রণবের, মরিয়া কংগ্রেসের নয়া ফিকির?

নিজস্ব প্রতিবেদন: সরসঙ্ঘের সমাবর্তন অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণ ঘিরে সরগরম দিল্লির রাজনীতি। প্রাক্তন রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না কংগ্রেস। যদিও দল এনিয়ে কোনও সংবাদিক বৈঠক করেনি তারা। দলের নেতারা অবশ্য মুখ খুলেছেন। বুধবার আবার প্রণব মুখোপাধ্যায়কে পরামর্শ দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা একসময়ের সহকর্মী পি চিদম্বরম। তাঁর কথায়,''প্রণব মুখোপাধ্যায়ের উচিত ওদের আদর্শে কোথায় ভুল ধরিয়ে দেওয়া।'' 

চিদম্বরম বলেন, ''আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রণব মুখোপাধ্যায়। ফলে এনিয়ে বিতর্ক নিস্প্রয়োজন। দয়া করে আপনি ওখানে গিয়ে বোঝান, ওদের আদর্শে কোথায় ভুল।''

৭ জুন নাগপুরে তৃতীয় বর্ষের স্বয়ংসেবকদের সমাবর্তন অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে আরএসএস। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। আরএসএসের অখিল ভারতীয় প্রচারপ্রমুখ অরুণ কুমার বলেন, ''তৃতীয় বর্ষ বর্গের অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রাক্তন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছি। উনি সেই আমন্ত্রণ স্বীকার করেছেন।'' চলতিবছরের শুরুতে প্রণব মুখার্জি ফাউন্ডেশনের সূচনা অনুষ্ঠানে সঙ্ঘের নেতারা উপস্থিত ছিলেন। প্রণব মুখোপাধ্যায়ের কার্যকালের শেষদিকে রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবতও। 

আরও পড়ুন- পুরুলিয়ায় বিজেপি কর্মী খুনে তৃণমূলকে 'অমিত' নিশানা শাহের

.