আগ্নয়েগিরিই বাঁচাচ্ছে, ছোটা রাজনকে!

ইন্দোনেশিয়ায় ছোটা রাজন ধরা পড়েছে, ২৫ অক্টোবর। কিন্তু এখনও ভারতে নিয়ে আসা হয়নি তাকে। ভারত থেকে পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, ১ নভেম্বরই। সরকারি কার্যকলাপও হয়ে গিয়েছে, ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে। এখন শুধু বিমানে চড়িয়ে দিল্লি নিয়ে এলেই হয়।

Updated By: Nov 3, 2015, 05:48 PM IST
আগ্নয়েগিরিই বাঁচাচ্ছে, ছোটা রাজনকে!

ওয়েব ডেস্ক: ইন্দোনেশিয়ায় ছোটা রাজন ধরা পড়েছে, ২৫ অক্টোবর। কিন্তু এখনও ভারতে নিয়ে আসা হয়নি তাকে। ভারত থেকে পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, ১ নভেম্বরই। সরকারি কার্যকলাপও হয়ে গিয়েছে, ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে। এখন শুধু বিমানে চড়িয়ে দিল্লি নিয়ে এলেই হয়।
আনার কথা ছিল, মঙ্গলবার রাতের মধ্যেই। কিন্তু বাধা দিল, এক আগ্নেয়গিরি! হ্যাঁ, আগ্নেয়গিরিই। বালির মাউন্ট রিনজানি হঠাত্‍ই জেগে উঠেছে। আর তাতেই বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। আর সেইজন্যই ইচ্ছে, থাকলে এখনই  নিয়ে আসা সম্বব হচ্ছে না, ছোটা রাজনকে। ঠিক কবে, কখন এ দেশে তাকে নিয়ে আসা হবে, সেটাও জানা যাচ্ছে না, ওই জেগে ওঠা আগ্নেয়গিরির জন্যই! আন্ডারওয়ার্ল্ড এতটাই অগ্নিগর্ভ, কে টের পেয়েছিল!

 

.