কালই দেশে প্রথমবার না ভোট দেবে ছত্তিসগড়ের ভোটাররা

ভোট না দেওয়ার অধিকার। শীর্ষ আদালতের দেওয়া সেই অধিকার কাল প্রথম প্রয়োগ করবেন ছত্তিসগড়ের মানুষ। কাল ছত্তিসগড়ে মোট ১৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। যে ১৮টি কেন্দ্রে কাল ভোট, তা ছত্তিসগড়ের অন্যতম পিছিয়ে পড়া অঞ্চল। কাল ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের।  শীর্ষ আদালতের রায় কার্যকর করতে ইভিএম-এ থাকছে বিশেষ নোটা বোতাম। কোনও প্রার্থীকেই পছন্দ নয় বা `none of the above` সংক্ষেপে নোটা লেখা  বোতামটি  থাকছে ইভিএম-এর এক্কেবারে শেষে। ভোটারদের নতুন ব্যবস্থার সঙ্গে পরিচয় করাতে জবরদস্ত প্রচার চালিয়েছে নির্বাচন কমিশন।

Updated By: Nov 10, 2013, 09:39 PM IST

ভোট না দেওয়ার অধিকার। শীর্ষ আদালতের দেওয়া সেই অধিকার কাল প্রথম প্রয়োগ করবেন ছত্তিসগড়ের মানুষ। কাল ছত্তিসগড়ে মোট ১৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। যে ১৮টি কেন্দ্রে কাল ভোট, তা ছত্তিসগড়ের অন্যতম পিছিয়ে পড়া অঞ্চল। কাল ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের।  শীর্ষ আদালতের রায় কার্যকর করতে ইভিএম-এ থাকছে বিশেষ নোটা বোতাম। কোনও প্রার্থীকেই পছন্দ নয় বা `none of the above` সংক্ষেপে নোটা লেখা  বোতামটি  থাকছে ইভিএম-এর এক্কেবারে শেষে। ভোটারদের নতুন ব্যবস্থার সঙ্গে পরিচয় করাতে জবরদস্ত প্রচার চালিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে বিজেপি থেকে কংগ্রেস ছত্তিসগড়ের রায় কোন দিকে যাবে সবাই বেশ ধোঁয়শায়।
বিধানসভা ভোটের শেষবেলার প্রচারে হেভিওয়েট সমাবেশ দেখলেন ছত্তিসগড়ের মানুষ। শুনলেন হেভিওয়েট রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। প্রধানমন্ত্রী আবার নিশানা করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে।
প্রিমিয়ার শো যদি লোকসভা নির্বাচন হয়, স্টেজ রিহার্সাল তবে পাঁচ রাজ্যের ভোট। সেই পাঁচ রাজ্যের মধ্যে আবার প্রথম ভোট ছত্তিসগড়ে। সোমবার। এই ভোটেই প্রথম কার্যকর হচ্ছে, `না` ভোটের অধিকার। রাজ্যের ভোটে জড়িয়ে জাতীয় স্তরের একাধিক ফ্যাক্টর। শেষবেলার হেভিওয়েট প্রচার তাই আর রাজ্যের মধ্যে সীমিত থাকল না। রায়পুরের জনসভায় প্রধানমন্ত্রী নিশানা করলেন, নরেন্দ্র মোদীকে।
প্রধানমন্ত্রীর দিকেও উড়ে এল তরজার পাল্টা তির। বিলাসপুরের জনসভায় প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।
আডবাণী দাবি করেছেন, পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই সরকার গড়বে বিজেপি।

.