Chattisgarh Nurse: দীপবলিতে একাই ডিউটি করছিলেন, ফাঁকা স্বাস্থ্যকেন্দ্রে গণধর্ষণ নার্সকে
ধর্ষণ করেই তারা ক্ষান্ত হয়নি। নির্যাতিতা নার্সটি অভিযোগ করেছেন, নারকীয় ওই কাণ্ড চলাকালীন গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করে এক অভিযুক্ত। তাকে হুমকি দেওয়া হয়, ঘটনার কথা বাইরে বললে ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলিতে অধিকাংশ স্টাফই ছুটি নিয়েছিলেন। সরকারি হাসপাতাল চালু রাখতে উত্সবের সময়েও ডিউিটি করছিলেন এক নার্স। মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের সম্ভ্রমটুকুই হারিয়ে বসলেন ছত্তীসগঢ়ের এক নার্স। তাকে আটকে রেখে গণধর্ষণ করে ৪ জন। এদের মধ্যে একজন নাবালক। পুলিস ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে। একজন এখনও পলাতক।
আরও পড়ুন-বোলারদের বুকে আতঙ্ক ধরানোর নীলনকশা ছকেই করেছেন ব্যাট! জানিয়ে দিলেন 'কিং কোহলি'
শুক্রবার ভরতপুর জেলার ওই স্বাস্থ্যকেন্দ্র ডিউটি শেষে সবকিছু গোছগাছ করছিলেন ওই নার্স। সেটি লক্ষ্য করে ওই ৪ অভিযুক্ত। এরপরই জোর করে স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়ে তারা। এরপর তার হাত-পা বেঁধে একের পর এক ধর্ষণ করে।
এদিকে, ধর্ষণ করেই তারা ক্ষান্ত হয়নি। নির্যাতিতা নার্সটি অভিযোগ করেছেন, নারকীয় ওই কাণ্ড চলাকালীন গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করে এক অভিযুক্ত। তাকে হুমকি দেওয়া হয়, ঘটনার কথা বাইরে বললে ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে। কিন্তু ওই হুমকিতে ভয় না পেয়ে বাবা-মাকে নিয়ে পুলিসে অভিযোগ দায়ের করেন ওই নার্স। অভিযোগ দায়েরের পরই ২ অভিযুক্তকে ধরে ফেলে পুলিস। তাদের চিহ্নিত করেছেন ওই নার্স। জেলার সিনিয়র পুলিস আধিকারীক নিমেশ ভারিয়া সংবাদমাধ্যমে বলেন, অভিযোগ পেয়ে এখনওপর্যন্ত ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
এদিকে, ওই ঘটনাকে কেন্দ্রে করে ময়দানে নেমে পড়েছে ছত্তীসগঢ় বিজেপি। পাল্টা দিয়েছে কংগ্রেসও। বিজেপি এনিয়ে রাজনীতি করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিস। এর পাশাপাশি রাজ্যে স্বাস্থ্যকর্মীরা এনিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের দাবি, কাজ করতে গেলে নিরাপত্তা দিতে হবে।