গল্প চুরির দায়ে অভিযুক্ত চেতন ভগত
চেতনে বা অবচেতনে যাই হোক না কেন, আপাতত গল্প চুরির দায়ে কাঠগড়ায় চেতন ভগত। তাঁর উপন্যাসের উপর ইঞ্জাংশন জারি করল বেঙ্গালুরু হাইকোর্ট। একাধিক 'বেস্ট সেলারে'র লেখক চেতনের বিরুদ্ধে 'চুরি'র অভিযোগ করলেন বেঙ্গালুরু নিবাসী লেখিকা অনভিতা বাজপেয়ী। ভগতের 'ওয়ান ইন্ডিয়ান গার্ল' নামক উপন্যাসকে কেন্দ্র করে এই অভিযোগ। অনভিতা বাজপেয়ীর দাবি, 'ওয়ান ইন্ডিয়ান গার্ল'-এর 'ক্যারেক্টারস, প্লেসেস অ্যান্ড ইমোশনাল ফ্লো' আসলে তাঁর লেখা "লাইফ, অডস অ্যান্ড এন্ডস" নামক বই-এর 'ড্রইং প্যারালালস' গল্প থেকে হুবহু 'টুকে দেওয়া'। যদিও অনভিতার তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চেতন ভগত। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? অনভিতা জানাচ্ছেন, ২০০৪ সালে তিনি নিজেই তাঁর বইয়ের একটি কপি উপহার দিয়েছিলেন চেতন ভগতকে। আর সেখান থেকেই নাকি এই 'কম্মো'টি করেছেন ইয়াং ইন্ডিয়ার ঔপন্যাসিক।
ওয়েব ডেস্ক: চেতনে বা অবচেতনে যাই হোক না কেন, আপাতত গল্প চুরির দায়ে কাঠগড়ায় চেতন ভগত। তাঁর উপন্যাসের উপর ইঞ্জাংশন জারি করল বেঙ্গালুরু হাইকোর্ট। একাধিক 'বেস্ট সেলারে'র লেখক চেতনের বিরুদ্ধে 'চুরি'র অভিযোগ করলেন বেঙ্গালুরু নিবাসী লেখিকা অনভিতা বাজপেয়ী। ভগতের 'ওয়ান ইন্ডিয়ান গার্ল' নামক উপন্যাসকে কেন্দ্র করে এই অভিযোগ। অনভিতা বাজপেয়ীর দাবি, 'ওয়ান ইন্ডিয়ান গার্ল'-এর 'ক্যারেক্টারস, প্লেসেস অ্যান্ড ইমোশনাল ফ্লো' আসলে তাঁর লেখা "লাইফ, অডস অ্যান্ড এন্ডস" নামক বই-এর 'ড্রইং প্যারালালস' গল্প থেকে হুবহু 'টুকে দেওয়া'। যদিও অনভিতার তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চেতন ভগত। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? অনভিতা জানাচ্ছেন, ২০০৪ সালে তিনি নিজেই তাঁর বইয়ের একটি কপি উপহার দিয়েছিলেন চেতন ভগতকে। আর সেখান থেকেই নাকি এই 'কম্মো'টি করেছেন ইয়াং ইন্ডিয়ার ঔপন্যাসিক।
এই ফেসবুক পোস্টে অভিযোগ জানিয়েছেন অনভিতা বাজপেয়ী।