উঠে ‌‌যাচ্ছে চেক বইয়ের সুবিধা!

ডিজিটাল লেনদেন বাড়াতে নেওয়া হতে পারে এমন পদক্ষেপ

Updated By: Nov 19, 2017, 09:12 PM IST
উঠে ‌‌যাচ্ছে চেক বইয়ের সুবিধা!

নিজস্ব প্রতিবেদন: চেক বইয়ের সুবিধা তুলে দিতে চাইছে দেশের ব্যাঙ্কগুলি। উদ্দেশ্য, ডিজিটাল লেনদেন বাড়ানো। এমনই সম্ভাবনার কথা জানালেন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স(সিএআইটি)-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খাণ্ডেলওয়াল।

ভোপালে শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের খাণ্ডেলওয়াল বলেন, অদূর ভবিষ্যতে কেন্দ্র চেকের সুবিধা তুলে দিতেও পারে। ডিজিটাল লেনদেনের কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, সরকার নতুন নোট ছাপতে গিয়ে ২৫ হাজার কোটি টাকা খরচ করেছে। আর সেই নোটের নিরাপত্তা দিতে ও তার পরিবহণ করতে গিয়ে খরচ করেছে আরও ৬ হাজার কোটি টাকা। ফলে ওই খরচ আর নাও করতে পারে সরকার।

অন্যদিকে, খাণ্ডেলওয়াল আরও বলেন, ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে ‌যথাক্রমে ১ শতাংশ ও ২ শতাংশ চার্জ নেয় ব্যাঙ্কগুলি। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই খরচ আরও কমে ‌যাবে। দেশের ৮০ কোটি ডেবিট কার্ডের মধ্যে মাত্র ৫ শতাংশ কার্ড ব্যবহার হয় ক্যাশলেস লেনদেনের জন্য। বাকী ৯৫ শাতংশই ব্যবহার করা হয় টাকা তুলতে। চেক পরিষেবা তুলে দিয়ে এই অবস্থারও অনেক বদল হবে। ডিজিটাল লেনদেন অনেকটাই বেড়ে ‌যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-পাল্টা মার দিতেই কাশ্মীরের অবস্থার পরিবর্তন হচ্ছে, দাবি সেনার   

.