গাছের গায়ে বিজ্ঞাপন ঝোলালে এবার ৩ বছরের জেল, হতে পারে ২৫,০০০ টাকা জরিমানাও

রাস্তার পাশে পোস্টার, ব্যানারে ঢাকা গাছ দেখা যায় না দেশে এমন রাস্তা খুঁজে বার করা দুষ্কর। এতে যেমন গাছগুলির ক্ষতি হয় তেমনই বাড়ে দৃশ্যদূষণ। গাছের গা থেকে পোস্টার খুলতে মাঝেমাঝেই উদ্যোগী হন যুবারা। কিন্তু সমস্যা মেটে না। ফের পড়ে পোস্টার ব্যানার। 

Updated By: Sep 10, 2019, 04:50 PM IST
গাছের গায়ে বিজ্ঞাপন ঝোলালে এবার ৩ বছরের জেল, হতে পারে ২৫,০০০ টাকা জরিমানাও

নিজস্ব প্রতিবেদন: গাছের গায়ে পোস্টার লাগালে মোটা জরিমানা ঘোষণা করল চেন্নাই পুরনিগম। এক নির্দেশিকায় জানানো হয়েছে, গাছের গায়ে কোনও সংস্থা বিজ্ঞাপন লাগালে ২৫,০০০ জরিমানা দিতে হবে পুরনিগমকে। ইতিমধ্যে যারা গাছের গায়ে পোস্টার লাগিয়েছেন তাদের পোস্টার সরিয়ে ফেলার জন্য ১০ দিন সময় দিয়েছে পুরনিগম। 

 

রাস্তার পাশে পোস্টার, ব্যানারে ঢাকা গাছ দেখা যায় না দেশে এমন রাস্তা খুঁজে বার করা দুষ্কর। এতে যেমন গাছগুলির ক্ষতি হয় তেমনই বাড়ে দৃশ্যদূষণ। গাছের গা থেকে পোস্টার খুলতে মাঝেমাঝেই উদ্যোগী হন যুবারা। কিন্তু সমস্যা মেটে না। ফের পড়ে পোস্টার ব্যানার। সেই সমস্য়ার স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার গাছে পোস্টার লাগালে জরিমানা ঘোষণা করেছে চেন্নাই পুরনিগম। 

পাঁচ মাসেই মোহভঙ্গ! কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর

পুরনিগমের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, 'বিজ্ঞাপনের বোর্ড ঝোলানোর জন্য গাছের গায়ে পেরেক পুঁতলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। এছাড়া সৌন্দর্যায়নের জন্য গাছের গায়ে রড বা আলো জড়ানোও ক্ষতিকর। এতে গাছের আয়ু কমে যায়।'

গাছের গায়ে বিজ্ঞাপন বন্ধ করতে কড়া শাস্তি ঘোষণা করেছে চেন্নাই পুরনিগম। জানানো হয়েছে, নির্দেশ ভাঙলে ২৫,০০০ টাকা জরিমানা অথবা ৩ বছর পর্যন্ত জেল হতে সংস্লিষ্ট ব্যক্তির। 

Tags:
.