Chahat Pandey: ইন্সটায় তাঁকে দেখতে চান ১২ লক্ষ আম আদমি, AAP-এর টিকিটে ভোট পেলেন ১৯০০

চাহাত পান্ডে ১৭ বছর বয়সে টিভি শো পবিত্র বন্ধনের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। এছাড়াও তিনি তেনালিরামন, রাধা কৃষ্ণ, সাবধান ইন্ডিয়া, নাগিন-২, ক্রাইম পেট্রোলের মতো সিরিয়ালে কাজ করেছেন।

Updated By: Dec 5, 2023, 02:57 PM IST
Chahat Pandey: ইন্সটায় তাঁকে দেখতে চান ১২ লক্ষ আম আদমি, AAP-এর টিকিটে ভোট পেলেন ১৯০০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক জয়লাভ করেছে। ১৬০ টিরও বেশি আসনে জয়ী বিজেপি। আম আদমি পার্টিও এমপি নির্বাচনী শোরগোল ফেলেছে। দিল্লি ও পঞ্জাব জয়ের পরে অরবিন্দ কেজরিওয়ালের নজর ছিল মধ্যপ্রদেশের ক্ষমতায়। দলটি অনেক বিশিষ্ট ব্যক্তিকে টিকিট দিয়েছিল এই নির্বাচনে।

দামোহ আসন থেকে অভিনেত্রী চাহাত পান্ডেকে টিকিট দিয়েছিল দল। চলতি বছরের জুন মাসে তিনি আম আদমি পার্টিতে যোগ দেন। তবে নির্বাচনের মাঠে টিভি তারকার মুগ্ধতা দেখা যায়নি। বিজেপি নেতা জয়ন্ত মালাইয়া দামোহ বিধানসভা আসন থেকে জয়লাভ করেছেন।

আরও পড়ুন: INDIA Alliance Meet: ইন্ডিয়া জোটের বৈঠক বাতিল নয়, এমাসেই মমতা-নীতীশদের সঙ্গে বৈঠকে সোনিয়া-রাহুল

টিভি ক্যারিয়ারের দিকে এক নজর

চাহাত পান্ডে ১৭ বছর বয়সে টিভি শো পবিত্র বন্ধনের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। এছাড়াও তিনি তেনালিরামন, রাধা কৃষ্ণ, সাবধান ইন্ডিয়া, নাগিন-২, ক্রাইম পেট্রোলের মতো সিরিয়ালে কাজ করেছেন।

আরও পড়ুন: Lakhbir Singh Rode: খালিস্তানি আন্দোলনে বড় ধাক্কা! পাকিস্তানে নিহত দলের নেতা লক্ষবীর সিং রোডে

চাহাত দামোহ জেলার চন্ডি চোপড়া গ্রামের বাসিন্দা

চাহাত মধ্যপ্রদেশের দামোহ জেলার চন্ডি চোপড়া গ্রামের বাসিন্দা। তিনি ইন্দোর থেকে অভিনয় অধ্যয়ন করেন এবং তারপরে তার অভিনয় কেরিয়ারের জন্য মুম্বই যান। যদিও চাহাত পান্ডেকে নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। ইন্সটাগ্রামে তাঁর ১২ লক্ষ ফলয়ার থাকলেও নির্বাচনের ময়দানে তাঁর ভোটের সংখ্যা ২ হাজারও পেরোয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.