বিষক্রিয়াতেই মৃত্যু সুনন্দা পুস্করের, উল্লেখ AIIMS চূড়ান্ত ভিসেরা রিপোর্টে

বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে সুনন্দা পুস্করের। এমনটাই উল্লেখ করা হয়েছে AIIMS চূড়ান্ত ভিসেরা রিপোর্টে। রিপোর্ট হাতে পেয়ে দিল্লি পুলিস কমিশনার বি এস বাসসি বলেন, সুনন্দা পুস্করের মৃত্যু যে অস্বাভাবিক তা নিয়ে কোনও সংশয় নেই। রিপোর্ট বিস্তারিতভাবে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ২০১৪ সালের জানুয়ারিতে দিল্লির একটি বিলাসবহুল হোটেলে সুনন্দা পুস্করকে মৃত অবস্থায় পাওয়া যায়। খুনের মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। মৃত্যুর তদন্ত করার জন্য গতবছর ফেব্রুয়ারি মাসে কিছু নমুনা পাঠানো হয়েছিল ওয়াশিংটনে এফবিআই-এর ল্যাবে। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় সুনন্দ পুস্করের স্বামী শশী থারুরকেও।

Updated By: Jan 15, 2016, 07:42 PM IST
বিষক্রিয়াতেই মৃত্যু সুনন্দা পুস্করের, উল্লেখ AIIMS চূড়ান্ত ভিসেরা রিপোর্টে

ওয়েব ডেস্ক: বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে সুনন্দা পুস্করের। এমনটাই উল্লেখ করা হয়েছে AIIMS চূড়ান্ত ভিসেরা রিপোর্টে। রিপোর্ট হাতে পেয়ে দিল্লি পুলিস কমিশনার বি এস বাসসি বলেন, সুনন্দা পুস্করের মৃত্যু যে অস্বাভাবিক তা নিয়ে কোনও সংশয় নেই। রিপোর্ট বিস্তারিতভাবে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ২০১৪ সালের জানুয়ারিতে দিল্লির একটি বিলাসবহুল হোটেলে সুনন্দা পুস্করকে মৃত অবস্থায় পাওয়া যায়। খুনের মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। মৃত্যুর তদন্ত করার জন্য গতবছর ফেব্রুয়ারি মাসে কিছু নমুনা পাঠানো হয়েছিল ওয়াশিংটনে এফবিআই-এর ল্যাবে। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় সুনন্দ পুস্করের স্বামী শশী থারুরকেও।

.