বিক্রি হচ্ছে ৪ রাষ্ট্রায়ত্ত সংস্থা! নভেম্বরেই প্রস্তাব পেশ কেন্দ্রীয় মন্ত্রিসভায়

বিলগ্নিকরণের ওই তালিকায় রয়েছে শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া, ডিএইডিসি ও নিপকোর মতো কোম্পানি

Updated By: Oct 6, 2019, 09:16 PM IST
বিক্রি হচ্ছে ৪ রাষ্ট্রায়ত্ত সংস্থা! নভেম্বরেই প্রস্তাব পেশ কেন্দ্রীয় মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদন: দেশের ৪ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে চায় কেন্দ্র। এনিয়ে প্রস্তাব যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। নভেম্বরেই মন্ত্রিসভায় উঠতে চলেছে ভারত পেট্রোলিয়াম-সহ ৪ কেন্দ্রীয় সংস্থার বিলগ্নিকরণের প্রস্তাব।

আরও পড়ুন-অষ্টমীতে পুজোর আনন্দে মাতলেন অমিতাভ, কাজল-রানির সঙ্গে উত্তর মুম্বইয়ে এক প্যান্ডেলে বিগ বি

এনিয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। ফলে মন্ত্রিসভার সবুজ সংকেত ছাড়াও বিলগ্নিকরণ হতে পারে ওই ৪ সংস্থার। বিলগ্নিকরণের ওই তালিকায় রয়েছে শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া, ডিএইডিসি ও নিপকোর মতো কোম্পানি। ইতিমধ্যেই ওইসব সংস্থা বেসরকারিকরণের প্রস্তাবের পক্ষে সায় দিয়েছে কেন্দ্রের একটি কমিটি।

আরও পড়ুন-সাম্প্রদায়িক সম্প্রীতির কুমারী পুজোয় পূজিতা চার বছরের ছোট্ট ফতিমা!

উল্লেখ্য, ২০০৩ সালে সুপ্রিম কোর্ট তার এক রায়ে জানিয়ে দেয় ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের মতো সংস্থা বিক্রি করতে গেলে কেন্দ্রের আইন বদল করতে হবে। এখন আইন বদল করে সরকারের হাতে থাকা ৫৩.৩ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়ে চাইছে সরকার। শুক্রবারের হিসেব অনুযায়ী ভারত পেট্রোলিয়ামের সম্পদের পরিমাণ ১.১১ লাখ কোটি টাকা। ফলে ওই শেয়ার বিক্রি করে সরকারের ঘরে আসতে পারে বিপুল টাকা।

.