Centre Subsidy: রান্নার গ্যাস দিতে গিয়ে বিপুল লোকসান, ৩ তেল কোম্পানিকে ২২,০০০ কোটি টাকা কেন্দ্রের
কেন্দ্রের দাবি গত ২ বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৭২ শতাংশ। কিন্তু আন্তর্জাতিক স্তরে সেই দাম ছিল অনেকগুণ বেশি। তাই বিপুল লোকসানের বোঝা চেপেছে সরকারি কোম্পানিগুলির উপরে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রান্নার গ্যাস দিতে গিয়ে বিপুল লোকসানের সম্মুখীন দেশের ৩ রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। সেই ঘাটতি পুষিয়ে দিতে ওই ৩ তেল কোম্পানিকে ২২,০০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান ওয়েল ও হিন্দুস্থান পেট্রোলিয়ামকে ওই টাকা দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ ২০২০ সালের জুন মাস থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বাজারদরের কমে রান্নার গ্যাস দিয়েছে ওই ৩ সরকারি কোম্পানি। ওই দুবছর সরকারের বেঁধে দেওয়া দামেই তারা সাধারণ মানুষকে রান্নার গ্যাস দিয়েছে। ওইসময় আন্তর্জাতিক স্তরে গ্য়াসের দাম বেড়েছে তিনশো শতাংশ।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেটের মসনদে বসে যে পাঁচ বড় সিদ্ধান্ত নিয়েছেন 'মহারাজ'
কেন্দ্রের দাবি গত ২ বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৭২ শতাংশ। কিন্তু আন্তর্জাতিক স্তরে সেই দাম ছিল অনেকগুণ বেশি। তাই বিপুল লোকসানের বোঝা চেপেছে সরকারি কোম্পানিগুলির উপরে। তাই ওই তিন সরকার পরিচালিত কোম্পানিগুলিকে ওই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওইসব সরকারি কোম্পানি বেঁচে থাকবে এবং তারা সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে।
অন্যদিকে, রেল কর্মীদের এবার বোনাস হিসেবে ৭৮ দিনের বেতন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ওই বোনাসের ফলে উপকৃত হবেন রেলের ১১.২৭ লাখ কর্মী। এক্ষেত্রে একজন রেলকর্মী সর্বোচ্চ বোনাস পাবেন ১৭,৯৫১ টাকা। রেলের ট্রাক যারা দেখাশোনা করেন, স্টেশন মাস্টার সহ গ্রুপ সি কর্মীরা ওই বোনাস পাবেন। ওই বোনাস দিতে গিয়ে সরকারের খরচ হবে ১,৮৩২ কোটি টাকা। করোনা পরিস্থিতিতে সরকারের আর্থিক পরিস্থিতি প্রবল তাপে থাকেও ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।