কালো টাকার বিরুদ্ধে কষাঘাত, বাতিল ২ লক্ষ ভুয়ো কোম্পানির রেজিস্ট্রেশন

Updated By: Oct 6, 2017, 02:08 PM IST
কালো টাকার বিরুদ্ধে কষাঘাত, বাতিল ২ লক্ষ ভুয়ো কোম্পানির রেজিস্ট্রেশন

ওয়েব ডেস্ক: কালো টাকা রুখতে প্রায় ২ লক্ষ সন্দেহজনক ভুয়ো কোম্পানির রেজিস্ট্রেশন বাতিল করল মোদী সরকার। নোট বাতিলের পর থেকে এই সংস্থাগুলির উপরে নজরদারি চালাচ্ছিল আর্থিক দুর্নীতিদমন সংস্থাগুলি।  

নোট বাতিলের পর ১৩টি ব্যাঙ্ক থেকে তথ্য সংগ্রহ করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। প্রায় ২ লক্ষ কোম্পানির লেনদেন চলে এসেছিল আতসকাচের তলায়। জানা গিয়েছে, এই কোম্পানিগুলির মধ্যে একটির ২১৩৪টি অ্যাকাউন্ট ছিল। অধিকাংশ সংস্থারই ছিল কয়েকশো অ্যাকাউন্ট। এই কোম্পানিগুলির রেজিস্ট্রেশনই বাতিল করল রেজিস্ট্রার অব কোম্পানিজ। 

নোট বাতিলের আগে ও পরে এই কোম্পানিগুলির লেনদেনের উপরে নজর রাখছিল কেন্দ্র। হঠাত এই সব সংস্থার জমা অর্থের পরিমাণ বেড়ে ‌যায়। এরপরই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। 

আরও পড়ুন, হতাশা না ছড়ালে কিছু লোকের রাতে ঘুম আসে না, বিরোধীদের খোঁচা মোদীর

 

.