'টয়লেটে যেতে গিয়ে ভুল করে চেয়ারে বসে পড়ি', সাফাই রাধে মা-র
ওয়েব ডেস্ক : থানায় স্টেশন হাউজ অফিসারের চেয়ারে বসে স্ব-ঘোষিত ধর্মগুরু রাধে মা। তাঁর পাশেই খাকি উর্দি পরে জোড় হাতে দাঁড়িয়ে স্টেশন হাউজ অফিসার। গলায় রাধে মা-র লাল ওড়না। দিল্লির বিবেক বিহার থানার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক উস্কে ওঠে। বরখাস্ত করা হয় স্টেশন হাউজ অফিসার সঞ্জয় শর্মাকে। এবার ওই স্টেশন হাউজ অফিসারকে 'বাঁচাতে' আসরে নামলেন রাধে মা নিজেই।
রাধে মা বলেন, তাঁর টয়লেটে যাওয়া দরকার ছিল। সেইজন্যই তিনি থানায় ঢুকেছিলেন। ওই চেয়ারটি তখন খালি পড়েছিল। তাই ভুল করে ওই পুলিস অফিসারের চেয়ারে তিনি বসে পড়েন। তিনি জানতেন না যে চেয়ারটি এসএইচও-র।
রামে মা আরও বলেছেন, স্টেশন হাউজ অফিসার জোড় হাতে তাঁকে অনুরোধ করেন, চেয়ারটি ছেড়ে দেওয়ার জন্য। তিনি তত্ক্ষণাত্ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। সঞ্জয় শর্মা তাঁকে চেনেন না বলেও দাবি করেছেন রাধে মা।
যদিও, বৃহস্পতিবার থানায় রাধে মা-কে ফুল, মালায় সাদর অভ্যর্থনাই জানানো হয়। রয়েছে সেই ভিডিও ফুটেজও। দেখুন, রাধে মা-কে ঘিরে উচ্ছ্বাস, নাচ-গান পুলিসের