বুলেট ট্রেনের স্বপ্ন ছাড়ুন; যাত্রীদের নিরাপত্তা দিন, কেন্দ্রকে নিশানা শিবসেনার

Updated By: Aug 25, 2017, 02:41 PM IST
বুলেট ট্রেনের স্বপ্ন ছাড়ুন; যাত্রীদের নিরাপত্তা দিন, কেন্দ্রকে নিশানা শিবসেনার

ওয়েব ডেস্ক:  বুলেট ট্রেনের স্বপ্ন ছেড়ে রেল ‌যাত্রীদের নিরাপত্তার ওপরেই জোর দেওয়া উচিত। কেন্দ্রকে এভাবেই নিশানা করল শিবসেনা।

শিবসেনার মুখপত্র সামনা-য় লেখা হয়েছে, দেশে প্রায় রোজই ট্রেন দুর্ঘটনা ঘটছে। মানুষ মরছে, আহত হচ্ছে। এদিকে সরকার সেই বুলেট ট্রেন নিয়ে পড়ে রয়েছে। বুলেট ট্রেন ঠিক আছে কিন্তু তার আগে ‌যেসব ট্রেন চলছে তাদের নিরাপত্তা আগে নিশ্চিত করা হোক। পাশাপাশি প্ল্যাটফর্মগুলি আরও পরিস্কার রাখতে হবে, রেক ও টয়লেটগুলির অবস্থা আরও ভালো করতে হবে ‌যাতে সেখানে ইদুরের বাসা না হয়।

আগামী মাসেই মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে থাকার কথা জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে-র। এরকম এক সময়ে কেন্দ্রের সমালোচনায় সবর হল শিবসেনা।

উল্লেখ্য, গত সপ্তাহে মুজাফফরনগরে লাইনচ্যুত হয় কৈফিয়ত এক্সপ্রেস। মৃত্যু হয়ে বেশ কয়েক জনের। আশঙ্কার কথা লাইন সারানোর কথা জানানোই হয়নি কর্তাদের। জল্পনা তৈরি হয়েছিল ওই দুর্ঘটনার দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে চান রেলমন্ত্রী সুরেশ প্রভু। শিবসেনার প্রশ্ন, প্রভুর ইস্তফা দেওয়ার ইচ্ছে কি সঠিক? নাকি প্রধানমন্ত্রী ইস্তফাপত্র গ্রহণ করেননি! ইস্তফা দিয়ে ‌যদি রেলের সমস্যার সমাধান করা ‌যেত তাহলে রোজই রেলে ইস্তফাপত্র জমা পড়তো।

আরও পড়ুন-

.