জানেন কেন সরকার আপনার হাতে ২০০-র নোট ধরাল?
Updated By: Oct 30, 2017, 03:41 PM IST
ওয়েব ডেস্ক: আজ থেকেই বাজারে এস ২০০-র নোট। যদিও এখনও এটিএম এ এই নোট পাওয়া যাবে না। কিন্তু আপনি কি জানেন কেন হঠাত্ সরকার ২০০-র নোট বাজারে আনল। তার কিছুটা হলেও ব্যাখ্যা দিয়েছে আরবিআই।
আরবিআই বলছে, ২০০-র নোট প্রধানত তিনটে কারণ রয়েছে..
প্রথমত, আম জনতার লেনদেনকে আরও সহজ করে তোলা
দ্বিতীয়ত, মুদ্রাস্ফিতী
তৃতীয়ত, কালো টাকা রোখা
নতুন ২০০ টাকার নোটকে 'মিসিং মিডল' বলে অ্যাখ্যা দিয়েছেন স্টেট ব্যাঙ্কের গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার সৌম্যকান্তি ঘোষ। তাঁর ব্যাখ্যা,
- বিমুদ্রাকরণের পর ৫০০ ও ২০০০ টাকার নোটের মাঝে কোনও নোট নেই। নতুন ২০০ টাকার নোটের ফলে ছোটো ছোটো লেনদেন সহজ হবে।
- ২০০০ টাকার খুচরো পেতে সুবিধা হবে।
- ছোটো নোট মজুত করে রাখাটাও কষ্টসাধ্য, কাজেই সেটাও কিছুটা কমবে।
এসবিআই-এর হিসাব অনুযায়ী, বিমুদ্রাকরণের আগে বাজারের মোট নোটের মধ্যে ৮৭ শতাংশ ছিল বড় অঙ্কের নোট। বর্তমান বাজারে বড় অঙ্কের নোটের পরিমাণ ৭০ শতাংশ।