কেন্দ্রের পরিকল্পনায় গরীবদের গ্যাস উপহার দিলে মিলবে কর ছাড়

Updated By: Sep 21, 2017, 02:56 PM IST
কেন্দ্রের পরিকল্পনায় গরীবদের গ্যাস উপহার দিলে মিলবে কর ছাড়

ওয়েব ডেস্ক:  অপেক্ষাকৃত অবস্থাপন্ন ব্যক্তিরা দরিদ্র পরিবারগুলিকে রান্নার গ্যাস উপহার দিলেই মিলবে কর ছাড়, এমনটাই পরিকল্পনা করছে কেন্দ্র।

সামনেই দিওয়ালি। সেই উপলক্ষে গরীব পরিবারগুলির রান্নাঘরের আঁধার ঘোচাতে 'উজ্জ্বলা প্লাস' নামে নতুন প্রকল্পের বিষয়ে ভাবা হচ্ছে বলে খবর পেট্রোলিয়ামমন্ত্রক সূত্রে। ধনী পরিবারগুলি যদি গরীবের পাশে এসে দাঁড়ায় নতুন গ্যাস কানেকশনের খরচ দেন, তাহলে তাদের ৮০জি ধারায় কর ছাড় দেবে কেন্দ্র।

কীভাবে করা যাবে এই সাহায্য?

কেন্দ্রীয় সরকারি তৈল সংস্থা দ্বারা পরিচালিত একটি অলাভজনক কোম্পানি তৈরি করা হবে। সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা সিলিন্ডার সহ নতুন কানেকশন জন্য ১৬০০ টাকা উপহার হিসাবে অর্থদান করতে পারবে ওই সংস্থার মাধ্যমে।

প্রসঙ্গত, উজ্জ্বলা যোজনার মাধ্যমে ৫ কোটি দরিদ্র পরিবারে এলপিজি বা রান্নার গ্যাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। প্রথম ৮ মাসের মধ্যেই প্রায় দেড় কোটি পরিবারে এই পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে বলে দাবি সরকারের। এবার দ্বিতীয় ধাপে এই পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে 'উজ্জ্বলা প্লাস'-এর মতো প্রকল্পের ভাবনা। জনকল্যাণমূলক এই প্রকল্পে অবস্থাপন্ন ব্যক্তিদের উত্সাহীত করতেই কর ছাড়ের মতো সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার।

.