৩৭৭ ধারার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দিল কেন্দ্র

The government has filed its review petition against the Supreme Court`s decision to uphold Section 377 of the Indian Penal Code which criminalises homosexual relations between adults.

Updated By: Dec 20, 2013, 02:36 PM IST

৩৭৭ ধারা বহাল রাখা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দিল কেন্দ্র সরকার। সম্প্রতি শীর্ষ আদালত ভারতীয় দণ্ড বিধির ৩৭৭ নম্বর ধারা বহাল রাখার সিদ্ধান্ত শোনায়। তাতে দুই প্রাপ্তবয়স্কের মধ্যে সমকামী সম্পর্ককে অপরাধ বলে উল্লেখ করা হয়।

রিভিউ পিটিশন জমা দেওয়ার কথা টুইটারে জানিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কপিল সিব্বলও। তিনি শুক্রবার বলেন, "সরকার #৩৩৭ ধারার বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে।" পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে পছন্দের অধিকার স্বীকৃত হবে বলে মনে আশা করেছেন সিব্বল।

গত ১১ ডিসেম্বের ২০০৯ সালের দিল্লি হাইকোর্টের রায়কে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। যদিও নতুন করে আইন পাশ করার সিদ্ধান্ত লোকসভার ওপর ছেড়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে অখুশির কথা আগেই স্পষ্ট করেছিল কেন্দ্র। আজ রিভিউ পটিশনে সারা মেলে কী না সেটাই দেখার। যদিও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে স্বাগত জানিয়েছে বিরোধী দল বিজেপি।

.