Work From Home Rules: ওয়ার্ক ফ্রম হোমের নতুন নিয়ম আনল কেন্দ্র, কারা কতদিন পাবেন এই সুবিধা?

 SEZ বা স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে কী হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোমের নিয়ম? 

Updated By: Jul 20, 2022, 03:06 PM IST
Work From Home Rules: ওয়ার্ক ফ্রম হোমের নতুন নিয়ম আনল কেন্দ্র, কারা কতদিন পাবেন এই সুবিধা?
ছবিটি প্রতীকী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়ার্ক ফ্রম হোম। কোভিডকালে এই শব্দবন্ধের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত আমরা। নিউ নর্মাল লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে যেন জড়িয়ে গিয়েছে ওয়ার্ক ফ্রম হোম কথাটি। কোভিড পরিস্থিতি খানিক আয়ত্তে আসার পর, বহু সংস্থা তাদের কর্মীদের যেমন অফিসে ফিরিয়ে এনেছে, তেমনই আবার অনেক সংস্থা আনেওনি। এবার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়মনীতি ঘোষণা করল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। SEZ বা স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে কী হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোমের নিয়ম? জেনে নিন-

১) স্পেশাল ইকোনমিক জোনে ওয়ার্ক ফ্রম হোম সর্বোচ্চ এক বছর সময়কালের জন্য দেওয়া যাবে।

২) সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী পাবেন ওয়ার্ক ফ্রম হোম। 

৩) নতুন নিয়ম প্রযোজ্য হবে আইটি, আইটিএস কর্মীদের জন্য। যাঁরা কোনও জার্নি করছেন, তাঁদের জন্য। যাঁরা অফসাইটে কাজ করছেন তাঁদের জন্য। আর যাঁদের শারীরিক কোনও অসুবিধা রয়েছে। 

৪) কোনও সুনির্দিষ্ট কারণে ৫০ শতাংশের বেশি কর্মীর ওয়ার্ক ফ্রম হোম অনুমোদনের প্রয়োজন পড়লে, তা দেখে নেবেন SEZ-এর ডেভেলপমেন্ট কমিশনার। লিখিত কারণের ভিত্তিতে তিনি তা অনুমোজন করতে পারবেন। 

৫) যেসব কর্মীরা ওয়ার্ক ফ্রম হোমেই আছেন, ৯০ দিনের মধ্যে তাদের অনুমোদন নিতে হবে।

৬) ওয়ার্ক ফ্রম হোমে থাকা কর্মীকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সাহায্য, ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ দিতে হবে SEZ ইউনিটকেই। 

আরও পড়ুন, Ranchi: গরু পাচারের খবরে তল্লাশি, মহিলা এসআইকে পিষে মারল পিকআপ ভ্যান!

World’s Oldest Gymnast: ওয়ার্ল্ডস ওল্ডেস্ট জিমন্যাস্টর কাণ্ড দেখে হতবাক বিশ্ব...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.