নওসেরায় ভারতীয় আউটপোস্টগুলিতে পাকিস্তানের বেপরোয়া গোলাগুলি, শহিদ সেনার এক JCO

সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষপর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 30, 2020, 03:37 PM IST
নওসেরায় ভারতীয় আউটপোস্টগুলিতে পাকিস্তানের বেপরোয়া গোলাগুলি, শহিদ সেনার এক JCO

নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার গোলাগুলিতে শহিদ হলেন সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার(জেসিও)। আহত ওই সেনাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন-জগদ্দল ATM লুঠ কাণ্ডে গ্রেফতার এক মহিলা, মূল অভিযুক্তের খোঁজে বিহারে রওনা পুলিসের ২ টিম

রবিবার সকালে পাক-ভারত সীমন্তরক্ষী বাহিনীর গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টর। সকাল থেকে নওসেরা সেক্টরের কলসিয়ান, খাঙ্গার, ভাবনীতে ভারতীয় আউটপোস্ট গুলিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। ওই গোলাগুলিতে আহত হন সেনার এক জেসিও। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষপর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন-ফের'ভোকাল ফর লোকাল'; উদ্ভাবনী খেলনা দেশেই তৈরি করুন, শিল্প প্রতিষ্ঠানগুলিকে আহ্বান মোদীর 

অন্যদিকে, শ্রীনগরের উপকন্ঠে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হল ৩ জঙ্গি। শনিবার রাতে শ্রীনগরের পন্থা চক এলাকায় আচমকা গুলিবর্ষণ শুরু করে তিন জঙ্গি। পাল্টা প্রতিরোধ গড়ে বাহিনী। দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। গভীর রাত পর্যন্ত চলে দুপক্ষের সংঘর্ষ। তিন জঙ্গি খতম হয়েছে। জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন  জম্মু-কাশ্মীর পুলিশের এক এএসআই। শনিবারই কাশ্মীরের শোপিয়ানে কিলুরা গ্রামে সংঘর্ষে ৪ জঙ্গিকে খতম করেছে পুলিস৷ এক জঙ্গি আত্মসমর্পণ করেছে বলেও খবর৷

.