২০২১-এ দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার সূচিতে বড়সড় রদবদল করছে CBSE!

NEET ও  JEE পরীক্ষাও পরিচালনা করে সিবিএসই। সেই পরীক্ষা ঠিক সময়ে নেওয়ার জন্য দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচিতে বদল আনা হতে পারে

Updated By: Nov 7, 2020, 04:48 PM IST
২০২১-এ দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার সূচিতে বড়সড় রদবদল করছে CBSE!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: আগামী বছর সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচিতে বড়সড় রদবদল হতে পারে। বোর্ড সূত্রে খবর, প্রতিবছর যে সময় দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেয় সিবিএসই, আগামী বছর সেই পরীক্ষা কিছুটা আগেই নেওয়া হতে পারে।

আরও পড়ুন-এ বার রোগীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ 'অ্যাপেক্সে'র দিকে 

কেন এমন জল্পনা? সর্বভারতীয় NEET ও  JEE পরীক্ষাও পরিচালনা করে সিবিএসই। সেই পরীক্ষা ঠিক সময়ে নেওয়ার জন্য দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচিতে বদল আনা হতে পারে। সূত্রের দাবি, এনিয়ে ইতিমধ্য়েই তোড়জোড় শুরু করে দিয়েছে বোর্ড।  এর জন্য সিবিএসই-র আওতায় থাকা স্কুলগুলিও সিলেবাস শেষ করার চেষ্টা শুরু করেছে জোরকদমে।

আরও পড়ুন-অমানবিকতার চূড়ান্ত! টাকা দিতে না পারায় মরণাপন্ন রোগীর গাড়িতে কাঁটা লাগাল পুলিস

কোনও কোনও মহল থেকে এমনও দাবি করা হচ্ছে, সিবিএসই সিলেবাস কম করতে পারে কিংবা দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৪৫-৬০ দিন পিছিয়ে দিতে পারে। কারণ করোনার প্রকোপে প্রায় ৬ মাস ক্লাস নষ্ট হয়েছে পড়ুয়াদের।

.