শ্রীহরিকোটা থেকে অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট EOS-01-কে মহাকাশে পাঠাল ইসরো
ইসরোর তরফে জানানো হয়েছে, EOS-01 উপগ্রহটি যে কোনও আবহাওয়ায় ভারতের কৃষিক্ষেত্র, বনাঞ্চল ও প্রকৃতিক দুর্যোগ ছবি তুলে পাঠাবে।
নিজস্ব প্রতিবেদন: ইসরোর মুকুটে নতুন পালক। শনিবার অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট EOS-01। পোলার রকেট PSLV-C49-এ চেপে EOS-01 সঙ্গে পাড়ি দিল বিদেশের আরও ৯ স্য়াটেলাইট।
আরও পড়ুন-অমানবিকতার চূড়ান্ত! টাকা দিতে না পারায় মরণাপন্ন রোগীর গাড়িতে কাঁটা লাগাল পুলিস
ইসরোর তরফে জানানো হয়েছে, EOS-01 উপগ্রহটি যে কোনও আবহাওয়ায় ভারতের কৃষিক্ষেত্র, বনাঞ্চল ও প্রকৃতিক দুর্যোগ ছবি তুলে পাঠাবে। এছাড়াও এদিন অন্যান্য দেশের যেসব স্যাটেলাইট উত্ক্ষেপণ করা হয় তা করা হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে। যেসব দেশের স্য়াটেলাইট উত্ক্ষেপণ কার হয়েছে তার মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ ও মার্কিন যুক্তরাষ্ট্রের।
WATCH ISRO launches EOS01 and 9 customer satellites from Satish Dhawan Space Centre in Sriharikota pic.twitter.com/2ifOeAYIpx
— ANI (@ANI) November 7, 2020
আরও পড়ুন-বাড়ছে বায়ুদূষণে মৃত্যু! শীতেই থাবা থেকে বেশি নখ বের করছে দূষণ
দেশের করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরোর এটাই প্রথম কোনও স্যাটেলাইট উত্ক্ষেপণ। ২০১৯ সালের ডিসেম্বরে ইসরো মহাকাশে পাঠিয়েছিল আরও একটি আর্থ ওবসারভেশন স্যাটেলাইট RISAT-2BR1।