পাঠ্য বইতে আপত্তিকর লাইন; লেখক ও প্রকাশনা সংস্থার বিরুদ্ধে FIR করল CBSE

৩৬-২৪-৩৬ হলে তবেই মহিলারা পারফেক্ট! কোনও জিম সেন্টার বা হেলথ ক্লাবের বিজ্ঞাপন নয়। স্কুল পাঠ্য বইয়ে লেখা এমন আপত্তিকর কথা। আর তা নিয়েই এখন রীতিমতো বিতর্ক দৈখা দিয়েছে। CBSE বোর্ডের পাঠ্য বইতে এমন বিষয় নিয়ে বর্তমানে সরগরম গোটা দেশ।

Updated By: Apr 16, 2017, 12:08 PM IST
পাঠ্য বইতে আপত্তিকর লাইন; লেখক ও প্রকাশনা সংস্থার বিরুদ্ধে FIR করল CBSE
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ৩৬-২৪-৩৬ হলে তবেই মহিলারা পারফেক্ট! কোনও জিম সেন্টার বা হেলথ ক্লাবের বিজ্ঞাপন নয়। স্কুল পাঠ্য বইয়ে লেখা এমন আপত্তিকর কথা। আর তা নিয়েই এখন রীতিমতো বিতর্ক দৈখা দিয়েছে। CBSE বোর্ডের পাঠ্য বইতে এমন বিষয় নিয়ে বর্তমানে সরগরম গোটা দেশ।

আরও পড়ুন'স্ত্রী' রোজগেরে, এই 'যুক্তি'তে এড়ানো যাবেনা খোরপোষ : আদালত

এবার বিতর্কের মাঝে পড়ে বইয়ের লেখক আর প্রকাশকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল CBSE। দিল্লির নিউ সরস্বতী হাউস প্রকাশিত বইটির লেখকের নাম VK শর্মা। বইয়ের আপত্তিকর অংশ সামনে আসতেই বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। বিষয়টি নিয়ে নিন্দা করেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরও। যদিও, CBSE-র দাবি বইটি তাদের অনুমোদিতই নয়।

.