৪ মে থেকে শুরু CBSE বোর্ড-এর পরীক্ষা, শেষ ১০ জুন, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন- CBSE-র ক্লাস টেন ও টুয়েলভ-এর বোর্ডের পরীক্ষা হবে ৪ মে থেকে ১০ জুনের মধ্যে। ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তবে সবার আগে ১লা মার্চ থেকে শুরু হবে প্র্যাকটিকাল পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ড.রমেশ পোখরিয়াল নিশঙ্ক এদিন বলেছেন, ''আমরা বাচ্চাদের একটা বছর নষ্ট হতে দিইনি। স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষার আয়োজন করতে পেরেছিলাম। তবে অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জাহির করতেই হয়। ছাত্র-ছাত্রীরাও এমন কঠিন পরিস্থিতিতে মনোবল বজায় রেখেছিল। যেভাবে ওরা নিজেদের প্রস্তুত করেছে তা প্রশংসার দাবি রাখে।''
এদিন শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, সারা দেশে সব মিলিয়ে ৩৩ কোটি শিক্ষার্থী রয়েছে। যা কি না আমেরিকার জনসংখ্যার থেকেও বেশি। ফলে দেশব্যাপী এত বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীর জন্য পরীক্ষার আয়োজন করাটা মোটেও সহজ কাজ ছিল না সরকারের পক্ষে। এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, ''করোনা পরিস্থিতিতে শিক্ষকরাও যোদ্ধার মতো দায়িত্ব পালন করেছেন। ডিজিটাল লার্নি পদ্ধতির সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা মানিয়ে নিয়েছে। তবে দেশের কিছু সংখ্যক শিক্ষার্থীর কাছে স্মার্টফোন ছিল না। তাদের অসুবিধায় পড়তে হয়েছে। তবে রেডিও ও টেলিভিশন-এর মাধ্যমেও সরকার যতটা সম্ভব শিক্ষার্থীদের সহায়তা করেছে।''
আরও পড়ুন- নিলামে উঠতে চলেছে গান্ধীর বাটি, চামচ ও কাঁটা, ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৫৫ লাখ টাকা
Dear students & parents!
I will announce the date of commencement for #CBSE board exams 2021 on Dec 31. pic.twitter.com/dIuRzfebIU— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 30, 2020
জানানো হয়েছে, ৩৩ কোটি ছাত্র-ছাত্রীর মধ্যে ২৫ কোটি অনলাইন পড়াশোনা করেছে। করোনার মধ্যেই জেইই ও নিট-এর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এর আগেই শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, বোর্ড-এর পরীক্ষা অনলাইনে হবে না। করোনা প্রোটোকল মেনে পরীক্ষার আয়োজন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনার পরই পরীক্ষা আয়োজনের যাবতীয় ব্যবস্থা করা হবে। এদিন এমনটাও জানান শিক্ষামন্ত্রী।