ঘুষ কাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হলেন সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর

মাংস ব্যবসায়ী মইন কুরেশির দুর্নীতিকাণ্ডে  তদন্তকারী অফিসার ছিলেন দেবেন্দ্র কুমার। ঘুষকাণ্ডে তথ্য বিকৃতি করার অভিযোগে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে

Updated By: Oct 23, 2018, 02:27 PM IST
ঘুষ কাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হলেন সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা এবং ডিসিপি দেবেন্দ্র কুমার এ বার আদালতে দ্বারস্থ হলেন। ঘুষ কাণ্ডে জড়িত রাকেশ আস্থানার বিরুদ্ধে এফআইআর দায়ের করে খোদ সিবিআই। সিবিআইয়ের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতের কাছে রাকেশ আস্থানা আর্জি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যেন দমনমূলক কোনও পদক্ষেপ না করা হয়।   ঘুষকাণ্ডে গ্রেফতার সিবিআই অফিসার দেবেন্দ্র ও আদালতের দ্বারস্থ হন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন এবং বিচারপতি ভিকে রাওয়ের বেঞ্চে মামলা দায়ের করলেন ডিসিপি দেবেন্দ্রের আইনজীবী দয়ান কৃষ্ণন।

আরও পড়ুন- মাত্র ২ ঘণ্টা বাজি পোড়ানো যাবে দীপাবলিতে, বিক্রিতে কড়া বিধি-নিষেধ

মাংস ব্যবসায়ী মইন কুরেশির দুর্নীতিকাণ্ডে  তদন্তকারী অফিসার ছিলেন দেবেন্দ্র কুমার। ঘুষকাণ্ডে তথ্য বিকৃতি করার অভিযোগে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। রাকেশ আস্থানার অধীনেই তদন্ত চালাচ্ছিলেন দেবেন্দ্র কুমার। মইন কুরেশি মামলায় জড়িত হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানা ম্যাজিস্ট্রেটের কাছে রাকেশ আস্থানার বিরুদ্ধে বয়ান দেন। তিনি অভিযোগ করেছিলেন, এই তদন্তে ৫ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন রাকেশ আস্থানা। যদিও রাকেশ আস্থানার পাল্টা অভিযোগের তির সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মার দিকে। অলোক বর্মাই আসলে ২ কোটি টাকা ঘুষ নেয় সতীশ সানার কাছ থেকে।

আরও পড়ুন- ফের কমল পেট্রোল ও ডিজেলের দাম

সিবিআইয়ের দুই কর্তার বিবাদ এতটাই চরমে ওঠে, মধ্যস্থতা করতে বাধ্য হন খোদ প্রধানমন্ত্রী। গত কাল তাঁর দফতরে ডেকে অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে। উল্লেখ্য, সিবিআইয়ের দুই কর্তা অলোক বর্মা এবং রাকেশ আস্থানার মধ্যে মনোমালিন্য সর্বজনবীদিত। রাকেশের আস্থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অলোক বর্মা। এ দিকে গুজরাটের অফিসার রাকেশ নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন বলে শোনা যায়। রাহুল গান্ধীও এ দিন কটাক্ষ করে টুইটে লেখেন ‘দ্য পিএম ব্লু-আইড বয়’। রাকেশ আস্থানার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অলোক বর্মা। সিবিআই ডিরেক্টর দাবি করেছেন, নিয়ম মেনে আস্থানার নিয়োগ হয়নি। আস্থানার নিয়োগ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন  এবং সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে হয়নি বলে অভিযোগ করেন তিনি।

.