উন্নাওকাণ্ডে ট্রাক মালিকের বয়ানে বিভ্রান্তি, সিবিআই হন্যে হয়ে খুঁজছে নম্বর প্লেটে কালির সূত্র

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে ওই সংস্থার এক আধিকারিক জানান, টাকা উদ্ধারের জন্য কারোর উপর চাপ সৃষ্টি কখনওই করা হয়নি

Updated By: Aug 3, 2019, 03:37 PM IST
উন্নাওকাণ্ডে ট্রাক মালিকের বয়ানে বিভ্রান্তি, সিবিআই হন্যে হয়ে খুঁজছে নম্বর প্লেটে কালির সূত্র
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: উন্নাও ধর্ষণ মামলায় ট্রাক নিয়ে উঠে এল নয়া তত্ত্ব। রবিবারের দুর্ঘটনার পর ট্রাক মালিক দেবেন্দ্র সিংকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিস। তদন্তে দেবেন্দ্রর দাবি ছিল, ইনস্টলমেন্ট মেটাতে না পারায় এজেন্টের থেকে এড়িয়ে চলতেই কালি লেপে দিয়েছিলাম ট্রাকের নম্বর প্লেটে। সত্যিই কি গাড়ির টাকা মেটাতে পারেননি দেবেন্দ্র?

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে ওই সংস্থার এক আধিকারিক জানান, টাকা উদ্ধারের জন্য কারোর উপর চাপ সৃষ্টি কখনওই করা হয়নি। এর আগেও দেবেন্দ্র ওই সংস্থা থেকে গাড়ি কিনেছেন এবং নির্ধারিত সময়ে ধার মিটিয়ে দিয়েছেন। ওই আধিকারিকের দাবি, এবার ইএমআই দিতে দেরি করেছিলেন কিন্তু শেষমেশ তিনি সব টাকা দিয়ে দিয়েছেন। ওই গাড়ির ‘নো অবজেকশন সার্টিফিকেট’ রয়েছে বলে দাবি ওই সংস্থার। এরপরই গাড়ি মালিকের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়।

** উন্নাও কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়.. পড়ুন - উন্নাওয়ের নির্যাতিতাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

** অভিযুক্ত বিধায়ক কুলদীপের বিরুদ্ধে বিজেপির পদক্ষেপ... পড়ুন উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত, চাপের মুখে বিধায়ক কুলদীপ সেঙ্গারকে দল থেকে তাড়াল বিজেপি

** ট্রাকের সঙ্গে ধাক্কা উন্নাওয়ের নির্যাতিতার গাড়ি... পড়ুন- দুর্ঘটনা না খুনের ষড়যন্ত্র! উন্নাও ধর্ষণ কাণ্ডের তদন্তে সিবিআই

রবিরারে দুর্ঘটনার সময় গ্রিস লাগানো অবস্থায় ট্রাকের নম্বর প্লেটে পাওয়া গিয়েছে। কিন্তু পুলিসের দাবি, রায়বরেলির লালগঞ্জ টোল প্লাজা পেরনোর সময় ওই ট্রাকের নম্বর প্লেটে কালি লেপা ছিল না। এবং সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর স্পষ্ট ধরা পড়েছে। পুলিসের দাবি, টোল প্লাজা পেরনোর পরই ওই গাড়ির নম্বরে কালি লেপা হয়। গত ২৮ জুলাই ভোর ৫.২০ নাগাদ টোল প্লাজা থেকে যেতে দেখা যায় গাড়িটি। দুর্ঘটনা ঘটে ২০ কিলোমিটার দূরে দুপুর ১২.৪০ মিনিটে রায়বরেলির গুরবক্সগঞ্জে।

 

.