তত্কাল টিকিটে ক্যাশ-অন-ডেলিভারি পরিষেবা চালু রেলে

Updated By: Aug 3, 2017, 03:25 PM IST
তত্কাল টিকিটে ক্যাশ-অন-ডেলিভারি পরিষেবা চালু রেলে

ওয়েব ডেস্ক: তত্কাল কোটায় এবার থেকে টিকিট কাটার পরে দাম মেটানো যাবে বাড়িতে বসেই, সরকারিভাবে এই পরিষেবা ঘোষণা করল ভারতীয় রেল। এর আগে জেনারেল রিজারভেশনের ক্ষেত্রে কেবল এই সুবিধা চালু ছিল। আর তত্কাল টিকিটের ক্ষেত্রে আইআরসিটিসির ওয়েবসাইটের পেমেন্ট পোর্টালে আগে দাম মেটাতে হত তারপর হাতে আসত টিকিট। কিন্তু এবার ওই ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কেটে নেওয়া যাবে দাম মেটানোর আগেই। পরে সেই মেটানো যাবে বাড়িতে বসেই। এক্ষেত্রে ক্রেতা নগদে বা প্লাস্টিক মানির সাহায্যে মূল্য চোকানের বিকল্প পাবেন। প্রসঙ্গত, প্রতিদিন প্রায় ১ লক্ষ ৩০ হাজার লেনদেন হয় আইআরসিটিসির এই ওয়েবসাইটে এবং অধিকাংশ টিকিটই 'কোটা ওপেন' হওয়ার কয়েক মিনিটের মধ্যেই উবে যায়।

.