লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শেষ ঘর গোছানো আজ
মিশন ২০১৪। সেনাবাহিনী তৈরিতে মন দিল কংগ্রেস। লোকসাভা নির্বাচনের আগে মনমোহন সরকারের শেষ মন্ত্রিসভার রদবদল আজ। সন্ধের বৈঠকে মন্ত্রিসভার নতুন মুখের ঘোষণা হবে। মন্ত্রিসভায় নতুন মুখ আনা ইউপিএ সরকারের কাছে কার্যত চ্যালেঞ্জ।
মিশন ২০১৪। সেনাবাহিনী তৈরিতে মন দিল কংগ্রেস। লোকসাভা নির্বাচনের আগে মনমোহন সরকারের শেষ মন্ত্রিসভার রদবদল আজ। সন্ধের বৈঠকে মন্ত্রিসভার নতুন মুখের ঘোষণা হবে। মন্ত্রিসভায় নতুন মুখ আনা ইউপিএ সরকারের কাছে কার্যত চ্যালেঞ্জ।
পাঁচ মাস আগে রাহুল গান্ধীকে দলের সহ সভাপতি নির্বাচিত করার পর, কংগ্রেস সাংগঠনিক পুণর্গঠনের দিকেও মন দিয়েছে। গত অক্টোবর মাস থেকে এই নিয়ে দু`বার। প্রস্তুতি লোকসভা নির্বাচনের। চেষ্টা সোনিয়া গান্ধীর ছাপ আরও স্পষ্ট করা।
শনিবার অজয় মাকেন এবং সিপি যোশি ইস্তফা দিয়েছেন। দলের কাজে যোগ দিতেই দুই মন্ত্রীর ইস্তফা বলে জানানো হয়েছে। কংগ্রেস মিডিয়া সামলানোর দায়িত্ব পেয়েছেন অজয় মাকেন। অন্যদিকে প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি `কামব্যাক` করবেন বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সভানেত্রী অফিসের দায়িত্ব পেয়ে সোনিয়ার কাছের মানুষ হয়ে কাজ কারার সুযোগ পাচ্ছেন তিনি।