পরকীয়া সবসময় নিষ্ঠুর নয়, 'ঐতিহাসিক রায়' সুপ্রিম কোর্টের

Updated By: Nov 25, 2016, 10:49 AM IST
পরকীয়া সবসময় নিষ্ঠুর নয়, 'ঐতিহাসিক রায়' সুপ্রিম কোর্টের

 

ওয়েব ডেস্ক: 'প্রেমে আছি, মানুষগুলোই কেবল বদলে যাচ্ছে'। আর এই বদলে যাওয়া মানুষগুলোর সঙ্গে প্রেমে আবদ্ধ হওয়া কোনও অপরাধ নয়, এর জন্য সবসময় নিষ্ঠুর শাস্তি গ্রাহ্য হবে না, ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। আরও সহজ করে বললে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে সবসময় নিষ্ঠুর হিসেবে বিবেচনা করা হবে না, এই রায়ই জানাল ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট এও জানায় কোনও মহিলা তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানার পর আত্মহত্যা করলে তার জন্য স্বামীকেই সবসময় দোষী সাব্যস্ত করা যাবে না। বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ এই রায় দেয়, "কোনও মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার অভিযোগ আনলে, দিতে হবে যোগ্য প্রমাণ, শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে কখনই কারোর দোষ প্রমাণ করা সম্ভব নয়। "

 

এই রায়ের প্রেক্ষাপটে লুকিয়ে রয়েছে এক মহিলার আত্মহত্যার ঘটনা। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে আত্মহত্যা করেন তিনি। এমনকি লোক জানাজানি হওয়ার পর আত্মহত্যা করেন ওই ব্যক্তির প্রেমিকাও। এখানেই শেষ নয়, ঘটনাটি যখন আরও ছড়িয়ে পড়তে থাকে, তখন আত্মহত্যা করেন মহিলার মা এবং ভাই। এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে 'অনিচ্ছাকৃত খুন এবং মানসিক নির্যাতন', ভারতীয় দণ্ডবিধি ৪৯৮ ধারায় মামলা শুরু হয়। নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাবাসের নির্দেশ দয়েয়। এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান ওই ব্যক্তি। সেখানেই এই মামলায় 'ঐতিহাসিক রায়' ঘোষণা করে সুপ্রিম কোর্ট। 

.