কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল: পদত্যাগের ধুম মন্ত্রীদের

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের ঠিক আগের দিনই ইউপিএ-২ সরকারের মন্ত্রীদের মধ্যে পদত্যাগের ধুম পড়ে গেল। শুক্রবারে এস এম কৃষ্ণর পর আজ প্রধানমন্ত্রীর বাসভবনেলাইন দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেওয়া শুরু করে দিয়েছেন। এই পদত্যাগের সমারোহ আসলে ২০১৪-র লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীকে ইচ্ছামত মন্ত্রিসভা গুছিয়ে নেওয়ার স্বাধীনতা দিল।

Updated By: Oct 27, 2012, 11:55 AM IST

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের ঠিক আগের দিনই ইউপিএ-২ সরকারের মন্ত্রীদের মধ্যে পদত্যাগের ধুম পড়ে গেল। শুক্রবারে এস এম কৃষ্ণর পর আজ প্রধানমন্ত্রীর বাসভবনেলাইন দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেওয়া শুরু করে দিয়েছেন। এই পদত্যাগের সমারোহ আসলে ২০১৪-র লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীকে ইচ্ছামত মন্ত্রিসভা গুছিয়ে নেওয়ার স্বাধীনতা দিল।
৭,রেসকোর্সে ইতিমধ্যেই পদত্যাগ পত্র জমা দিয়ে এসেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি, পর্যটনমন্ত্রী সুবোধ কান্ত সহায়, রাষ্ট্রমন্ত্রী মহাদেব খান্ডেলা। আর এক কেন্দ্রীয়মন্ত্রী মুকুল ওয়াসনিকও জানিয়েছেন গতকাল তিনিও প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ইস্তফা পত্র জমা দিয়ে এসেছেন।
কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী দলের সাংঘটনিক শক্তিকে মজবুত করার জন্য সোনি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন। শুক্রবার এম এস কৃষ্ণর পদত্যাগের পর ওই দিন রাতেই প্রধানমন্ত্রী তা গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। রবিবারের ক্যাবিনেট রদবদলে বিদেশমন্ত্রীর পদের দৌড়ে এগিয়ে আছেন শিল্প-বানিজ্য মন্ত্রী আনন্দ শর্মা। এছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে কপিল সিব্বাল এবং শশী থারুরের নামেও।
বাংলা থেকে আবু হাসেন খান চৌধুরির মন্ত্রিসভায় ঠাঁই মোটামুটি পাকা। এছাড়া উঠে আসছে প্রদীপ ভট্টাচার্য্য, অধীর চৌধুরী, দীপা দাসমুন্সির নাম। তবে সূত্রের খবর অনুযায়ী প্রদীপ ভট্টাচার্য্য বাকি সবার থেকে বেশ কিছুটা এগিয়ে আছেন। শোনা যাচ্ছে মৌসম বেনজির নুরের কথাও।
আগামী কাল সকাল ১১.৩০ নাগাদ সম্ভবত হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। হিমাচল প্রদেশের নির্বাচনের আগেই মনমোহন সিং নিজের রাজপাট গুছিয়ে নিতে চাইবেন।

.